আমিরাতের বিপক্ষে ব্যাট করছে পাকিস্তান, রান ১৭০/২

0

sehejadঢাকা: নিজেদের শক্তির ওপর অগাদ আস্থা। সেই আস্থা থেকেই কি না নেপিয়ারের ম্যাকলিন পার্কে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিল না আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ তৌকির। আমন্ত্রণ জানালো পাকিস্তান অধিনায়ক মিসবহা-উল হককে।

টস হেরে ব্যাট করতে নেমে বরাবরেরমত শুরুতেই বিপর্যয়। ওপেনার নাসির জামসেদ আউট হয়ে গেলেন শুরুতেই। দলীয় ১০ রানের মাথায় ব্যাক্তিগত মাত্র ৪ রান করে ফিরে যান জামসেদ। এ নিয়ে তার স্কোর দাঁড়াল ০, ১, ৪-এ।

তবে অপর ওপেনার আহমেদ শেহজাদ এবং ওয়ান ডাউনে নামা হ্যারিস সোহেল মিলে চেষ্টা করছেন পাকিস্তানের ইনিংস গড়ার। এ রিপোর্ট লেখার সময় পাকিস্তানের রান ২৪.৪ ওভারে ১ উইকেটে ১১১। উইকেটে আছেন ৫২ রান নিয়ে শেহজাদ এবং ৫০ রান নিয়ে হ্যারিস সোহেল। আমিরাতের পক্ষে একমাত্র উইকেটটি নেন মানজুলা গুরুগে।

জিম্বাবুয়ের বিপক্ষে যে দলটি নিয়ে মাঠে নেমেছিল, সেটার ওপরই আস্থা রেখেছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। ওপেনার নাসির জামসেদের ওপরই আস্থা রেখেছে দল। এমনকি স্পিনার ইয়াসির শাহকে নেওয়ার সম্ভাবনা থাকলেও তাকে দলে নেওয়া হয়নি। আরব আমিরাতও তাদের দলে পরিবর্তন আনেনি।

পাকিস্তান: নাসির জামসেদ, শেহজাদ, হ্যারিস সোহেল, মিসবাহ, শোয়েব মাকসুদ, উমর আকমল, আফ্রিদি, ওয়াহাব রিয়াজ, সোহেল খান, রাহাত আলি এবং মোহাম্মদ ইরফান।

আরব আমিরাত: আমজাদ আলি, আন্দ্রি বেরেঙ্গার, কৃষ্ণ চন্দ্র, খুররম খান, শাইমান আনোয়ার, স্বপ্নিল পাতিল, রোহান মোস্তফা, আমজাদ জাভেদ, মোহাম্মদ নাভেদ, মোহাম্মদ তৌকির, মানজুলা গুরুগে।

Live Icc World Cup TV

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More