[ads1]গুলশান হামলার ঘটনায় সারা বিশ্বই কেঁপে উঠেছে। সারা দুনিয়া রীতিমতো হতবাক, বিস্মিত। স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলায় ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ রাতে ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে কালো ব্যান্ড ধারণ করবে ইতালির ফুটবলাররা।আজ রাত ১টায় শুরু হবে ইউরো কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি। জার্মানির বিপক্ষে মোকাবিলায় নামবে ইতালি।ইতালিয়ান ফুটবল দলের টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করা হয়েছে, ঢাকা অ্যাটাকে নিহতদের স্মৃতিতে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবে আজ্জুরিরা।গুলশান হামলার ঘটনায় নিহতদের মধ্যে নয়জন ইতালির নাগরিক বলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী পাওলো জেন্তিলোনি জানিয়েছেন। তবে এখনো একজন ইতালীয় নিখোঁজ রয়েছেন। বার্তা সংস্থা এএফপির এক খবরে এই তথ্য জানানো হয়েছে।গতকাল শুক্রবার গুলশান-২ নম্বর সেকশনে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে এ হামলায় এ পর্যন্ত ২৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এঁদের বেশির ভাগই বিদেশি।গতকাল রাত পৌনে ৯টার দিকে রেস্তোরাঁয় হামলা করে সন্ত্রাসীরা। এরপর রাতভর বিভিন্ন পরিকল্পনার পর আজ সকাল ৭টা ৪০ মিনিটে ‘অপারেশন থান্ডারবোল্ট’ নামের অভিযান শুরু করে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী।[ads2]