মোহাম্মদ শাহজাদের দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে সিরিজের চতুর্থ ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। আর এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-২ সমতায় ফিরেছে আফগানরা।
বৃহস্পতিবার বুলাওয়েতে টস জিতে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৮৪ রানের বেশি করতে পারেনি জিম্বাবুয়ে। ৮২ রানেই ৬ উইকেট হারানো দলের পক্ষে সর্বোচ্চ ৮৬ রান করেন সিকান্দার রাজা।
আফগানিস্তানের দৌলত জারদান ৩টি ও রশিদ খান ২টি উইকেট নেন।
১৮৫ রানের লক্ষ্যে খেলতে নেমে নূর আলী জারদান ও মোহাম্মদ শাহজাদের ৭২ রানের উদ্বোধনী জুটিই আফগানিস্তানকে জয়ের ভিত গড়ে দেয়। শেষ পর্যন্ত ২০ বল আর ৩ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় সফরকারীরা।
দলের পক্ষে সর্বোচ্চ ৮০ রান করেন শাহজাদ। ৮১ বলে ৭ চার ও ৩ ছক্কায় ইনিংসটি সাজান এই ওপেনার। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান আসে আসগার স্টানিকজাইয়ের ব্যাট থেকে।
ম্যাচসেরার পুরস্কার জেতেন আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদ।