[ads1]ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শেষ করার পর থেকেই টানা ২৫ দিনের ছুটিতে আছেন বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়রা। এ সময়টা তারা কাটাচ্ছেন নিজের মতো করেই। এ ছুটিতে পরিবার নিয়ে ব্যাংকক যাচ্ছেন তামিম ইকবাল।
তামিমের সহধর্মিনী আয়েশা ইকবাল সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, তারা ছুটি কাটাতে যাচ্ছেন ব্যাংককে। তবে, ঈদের আগেই দেশে ফিরবেন তারা।
এদিকে সদ্য সমাপ্ত হওয়া প্রিমিয়ার লিগে তামিমের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী লিমিটেড। অন্যদিকে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন তামিম ইকবাল।
তাই, ফুরফুরে মেজাজেই অবকাশ যাপনে যাচ্ছেন তামিম।[ads2]
Prev Post