ঢাকা: মঙ্গলবার বিসিবি বোর্ড সভায় সাকিব আল হাসানের শাস্তি কমানো হয়। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে দেশের সবধরনের ক্রিকেটে খেলার অনুমতি দেয় বিসিবি। তবে বিসিবির এ ঘোষণা পর সাকিবের প্রিমিয়ার লিগে খেলা নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে।
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের দ্বিতীয় পর্বের (বুধবার ও বৃহস্পতিবার) দলবদল করতে পারছে না সাকিব। সিসিডিএম চেয়ারম্যান আজম নাসির জানান মঙ্গলবার জানিয়ে ছিলেন, সাকিবও ২৭ এবং ২৮ আগস্ট দলবদল করতে পারবেন। তার ক্ষেত্রে নিয়মটা অন্যরকম হবে। কিন্তু বুধবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজম নাসির বলেন, ‘সাকিব এ দুদিনে দলবদলে অংশ নিতে পারবেন না।’
এছাড়া তিনি বলেন, ‘সাকিবের বিষয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। কারণ সাকিবের বিরুদ্ধে আগামী ১৫ তারিখ পর্যন্ত নিষেধাজ্ঞা রয়েছে। সেই কারণে তিনি আগে দলবদল করতে পারেছেন না। বিসিবি চাইলে যে কোনো দিন তার দলবদল হতে পারে। এ বিষয়টা বিসিবি সভাপতির একক সিদ্ধান্ত। এজন্য বোর্ড সভার জন্য অপেক্ষা করতে হবে না। বোর্ডে সভাপতি পাপনের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। তিনি যেদিন চাইবেন সেদিন দলবদল করতে পারবেন সাকিব। তবে লিগ শুরু হবে ১০ অক্টোবর, তার অনেক আগেই সাকিবের ঝামেলা মিটে যাবে।’
পুলের বাইরে থাকা ক্রিকেটাররা এ দুই দিন দলবদল করবেন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঢাকা মেট্রোপলিশ ক্রিকেট কমিটির (সিসিডিএম) কার্যালয়ে বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত খেলোয়াড় নিবন্ধন চলছে। জাতীয় দলের পুলের খেলোয়াড়দের দলবদল হয়েছে গত ১০ ও ১১ আগস্ট। লিগের ১২ দল তাদের খেলোয়াড়দের নিবন্ধন করাবে। লিগ শুরু ১০ অক্টোবর থেকে।