নিউজিল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজ হেরে গেলেও টেস্ট সিরিজে দারুণ শুরু করেছে অস্ট্রেলিয়া। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে স্বাগতিক নিউজিল্যান্ডকে ১৮৩ রানে গুটিয়ে দিয়ে ৩ উইকেটে ১৪৭ রান তুলে দিন শেষ করেছে সফরকারী অস্ট্রেলিয়া।
ওয়েলিংটনের বেসিন রিজার্ভে টস হেরে ব্যাট করতে নামা কিউইদের উপর তাণ্ডব চালান অজি বোলাররা,যার সামনে থেকে নেতৃত্ব দেন জশ হ্যাজেলউড। তার ৪ উইকেটের পাশাপাশি পিটার সিডলের ৩টি ও নাথান লিওনের ৩ উইকেট শিকারে ৪৮ ওভারে ১৮৩ রানে শেষ হয়ে যায় স্বাগতিকদের ইনিংস। কিউইদের হয়ে সর্বোচ্চ ৪১ রানে অপরাজিত থাকেন মার্ক ক্রেইগ। এছাড়া কোরি অ্যান্ডারসনের ব্যাট থেকে ৩৮ ও শেষ ব্যাটসম্যান হিসেবে নামা ট্রেন্ট বোল্টের ব্যাট থেকে আসে ২৪ রান।
জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৪০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৭ রানে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। ১১২ বলে ৭১ রান করে অধিনায়ক স্টিভেন স্মিথ ফিরে গেলেও ক্রিজে আছেন উসমান খাজা। তার সংগ্রহ ৫৭ রান। তার সঙ্গী হিসেবে আছেন অ্যাডাম ভোজেস (৭)। কিউইদের হয়ে দুটি উইকেট নিয়েছেন টিম সাউদি। অন্য উইকেটটির মালিক মার্ক ক্রেইগ।