ব্রাজিলের জাতীয় দল ফুটবল দল ফেডারেশনের ব্যবসায়িক পার্টনারের ইচ্ছা অনুযায়ী নিয়ন্ত্রিত হয়ে থাকে বলে এক চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে স্থানীয় সাও পাওলো কেন্দ্রিক সংবাদপত্র এস্তাদাও। পত্রিকাটির প্রতিবেদনে বলো হয়েছে- ২০০৬ সাল থেকে ব্রাজিলের ফুটবল দল নিয়ন্ত্রণ করে আসছে ব্যবসায়ীরা। সে সময় ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) এবং সিমেন আইল্যান্ড নামের একটি আন্তর্জাতিক স্পোর্টস ইভেন্ট কোম্পানির মধ্যে চুক্তি হয়, আর সেই চুক্তি অনুযায়ী ব্রাজিল দলের খেলোয়াড় নির্বাচিত হয়। আন্তর্জাতিক স্পোর্টস ইভেন্ট কোম্পানিটি দাল্লাহ আল-বারাকা নামের একটি সৌদি কোম্পানির শাখা। যার মালিক সৌদি আরবের বিলিওনিয়ার সৌদি আবদুল্লাহ কামিল।
সৌদি আরবের ঐ কোম্পানির ইশারাতে অনেক আনফিট খেলোয়াড় ব্রাজিল দলে সুযোগ পেয়েছেন বলে পত্রিকাটির রিপোর্টে দাবি করা হয়।
ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন ঘোরপাক খেলেও এই খবর ইতিমধ্যেই ক্ষোভ তৈরি করছে ব্রাজিল সমর্থকদের। এমনকি এই খবরের প্রভাব দেখা গিয়েছে ব্রাজিলেও। তীব্র কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে ব্রাজিলের ফুটবল ফেডারেশনকে।
Prev Post
Next Post