চতুর্থ ওয়ানডেতে টস জিতে ব্যাটিং করতে নেমে ভারতীয় বোলারদের তুলোধুনো করল অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। নির্ধারিত ৫০ ওভারে অসিদের সংগ্রহ ৩৪৮ রান। এর জন্য হারাতে হয়েছে ৮ উইকেট। এই স্কোরের পেছনে অবদান উদ্বোধনী জুটি অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নারের। ৯৭ বলে সেঞ্চুরি করেছেন উদ্বোধনী ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ। তবে অল্পের জন্য সেঞ্চুরি হয়নি অপর উদ্বোধনী ব্যাটসম্যান ওয়ার্নার। ৯৭ রানেই বিদায় হয়েছেন তিনি। পরে এসে ঝড় তোলেন স্টিভেন স্মিথ। ২৭ বলে তিন ছক্কা ও চার বাইন্ডারিতে অর্ধশত করেন এই মারকুটে ব্যাটসম্যান। ৫১ রানে তার মাঠ ছাড়ার পর ক্রিজে আসেন ম্যাক্সওয়েল। তিনিও মার-মার কাট-কাট ব্যাটিংয়ে ২০ বলে সংগ্রহ করেন ৪১ রান। শেষ ওভারে তিন বাউন্ডারি ও এক ছক্কা হাকিয়ে ইশান্ত শর্মার বলে সাজঘরে ফিরেন তিনি। ভারতের পক্ষে দুই বোলার ইশান্ত শর্মা ও উমেশ ইয়াদব অসিদের উইকেট ভাগাভাগি করে নিয়েছেন। সর্বোচ্চ ৪টি উইকেট ইশান্ত এবং তিনটি উমেশ পেয়েছেন। আর একটি রান আউট।