টি২০ বিশ্বকাপ থেকে ভারতের বিদায়ের খবরে বাংলাদেশ জুড়ে উল্লাস ছড়িয়ে পড়েছে। পাড়ার চায়ের দোকান থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, এমনকি সোশ্যাল মিডিয়াতেও এখন চলছে বিজয় উল্লাস। যেন এ বিজয় ওয়েস্ট ইন্ডিজ নয়, তা বাংলাদেশের!
এ দিন মুম্বাইয়ে দ্বিতীয় সেমিফাইনালে টসে হেরে মাঠে নেমেছিলো ক্যারিবিয়ানরা। শেষ পর্যন্ত জয়ের জন্য তাদেরকে ১৯৩ রানের টার্গেট ছুড়ে দেয় ভারত। এর জবাবে ব্যাট করতে নেমে লেন্ডন সিমন্সের দুই বার জীবন ফিরে পাওয়া এবং আন্দ্রে রাসেলের ঝড়ো ২০ বরে ৪৩ রানের ইনিংসের ওপর ভর করে ২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্যামির দল।
বিশ্বকাপের বাছাইপর্বে দুই টাইগার বোলার আরাফাত সানি এবং তাসকিন আহমেদের সন্দেহজন বোলিং অ্যাকশনের অভিযোগ এবং চেন্নাইয়ে পরীক্ষার নামে প্রহস নিয়ে কম জল ঘোলা হয়নি ক্রিকেট পাড়ায়। এমনকি তাসকিনের ক্ষেত্রে আইসিসি তার নিজের তৈরি নিয়ম ভেঙেছে বলেও অভিযোগ রয়েছে। এতে করে আগে থেকেই টাইগার ক্রিকেট প্রেমীদের মধ্যে ভারতীয় ক্রিকেট বিদ্বেষ ভর করে ছিলো।
শেষ দিকে আবার এ ভারতের কাছেই ১ রানের হারে টুর্নামেন্ট থেকে বিদায়। অনেকে ক্রিকেট ভক্তের মতে, ওই ম্যাচের হারেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। না হলে ভারত নয় সেমিফাইনালে আজ ওয়েস্ট ইন্ডিজের জায়গায় বাংলাদেশের থাকার কথা ছিলো।
ভারতের বিপক্ষে হতাশার ওই ম্যাচে শেষ ওভারে টাইগারদের জয়ের জন্য প্রয়োজন ছিলো ১১ রান। প্রথম তিন বলেই এক ওয়াইড এবং দুই চারে আসে ৯ রান। কিন্তু শেষ দুই বলে ১ রান নিতে ব্যর্থ টাইগাররা। উল্টো ১ রানে হেরে বসে লাল-সবুজের প্রতিনিধিরা। এ হারের পর থেকেই ভারতীয় ক্রিকেট সম্পর্কে বিরূপ ধারণা ছড়িয়ে পড়ে।
আজকের খেলাতেও ওয়েস্ট ইন্ডিজের জন্য সেরকম পরিস্থিতি তৈরি হয়েছিলো। শেষ ওভারে ক্যারিবিয়দের জয়ের জন্য প্রয়োজন ছিলো ৮ রান। তবে টাইগারদের মতো ভুল করেনি গেইলের দল। তৃতীয় ও চতুর্থ বলে এক চার ও ছক্কায় দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন আন্দ্রে রাসেল।
অন্যদিকে ইডেন গার্ডেনে পাকিস্তানের বিপক্ষেও আশাহত হতে হয়েছে টাইগার ক্রিকেট প্রেমীদের। সবাইকে অবাক করে ওই দিন ইডেস সমর্থন দেয় পাকিস্তানকে।
বিশ্বকাপের শেষ দিকে ঘটে আরেক বিপত্তি। মুম্বাইয়ের হোটেলে কোন বাংলাদেশী সংবাদ কর্মীকে জায়গা দিতে না চাওয়া; সেই সঙ্গে ‘বাংলাদেশী পাসপোর্ট নট অ্যালাউড!’ বলায়। আর এ খবর প্রকাশের পর ভারতীয় ক্রিকেট বিদ্বেষ আরও মারাত্বক আকার ধারণ করে। ওই বিদ্বেষ ছড়িয়ে পড়ে টাইগার ক্রিকেট ভক্তদের মনে।
আর তাই ওয়েস্ট ইন্ডিজের এমন জয়ে তারা সবাই ফেটে পড়েছে বিজয়ের উল্লাসে!