আগামীকাল থেকে শুরু হওয়া টোয়েন্টি২০ বিশ্বকাপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে দুই সদস্যের পাকিস্তানী নিরাপত্তা প্রতিনিধি দল আজ ভারতের উদ্দেশ্যে ইসলামাবাদ ত্যাগ করেছে। স্থাণীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে ভারতীয় কর্তৃপক্ষ পাকিস্তানের দু’জন নিরাপত্তা প্রতিনিধিকে ভিসা ইস্যু করলেও তৃতীয়জন পরবর্তীতে তাদের সাথে যোগ দিবেন। এই দলে রয়েছেন ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির পরিচালক উসমান আনোয়ার, অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের প্রতিনিধি কর্ণেল আজম ও নয়া দিল্লিতে পাকিস্তানী হাই কমিশনে কর্মরত একজন কর্মকর্তা যার নাম এখনো চূড়ান্ত হয়নি। কর্ণেল আজম পাকিস্তান ক্রিকেট বোর্ডের নিরাপত্তা ও দুর্নীতি দমন ইউনিটের জেনারেল ম্যানেজার হিসেবেও নিয়োজিত আছেন। প্রতিনিধি দলটি হিমাচল প্রদেশের মূখ্য মন্ত্রী বিরভদ্র সিং ও ধর্মশালার পুলিশ প্রধানের সাথে সাক্ষাত করবেন। তিন সদস্যের এই দলটি সফরের রিপোর্ট পাকিস্তানী অভ্যন্তরীণ মন্ত্রী চৌধুরী নিসার আলী খানের কাছে পেশ করবে। বুধবার এ ব্যপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে বলে পিসিবি ইঙ্গিত দিয়েছে।