ভিলিয়ার্সের শতকে ম্যাচ-সিরিজ প্রোটিয়াদের

0

diliarsপাঁচ সিরিজের শেষ ওয়ানডে জিতে ৩-২ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিলো এবি ডি ভিলিয়ার্সের দক্ষিণ আফ্রিকা। সিরিজের প্রথম দুই ম্যাচ হারা প্রোটিয়ারা পরের দুই ম্যাচ জিতে সিরিজে প্রাণ ফিরিয়ে আনে। আর শেষ ম্যাচে সামনে থেকে নেতৃত্ব দিয়ে অনবদ্য শতকে দলের জয় নিশ্চিত করেন ডি ভিলিয়ার্স।
আগে ব্যাট করে ইংল্যান্ডের দেয়া ২৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটা মোটেও ভাল হয়নি। ১৪ রানের মধ্যে ডি কক ও ডু প্লেসিসকে হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় স্বাগতিকরা। এরপর দলীয় ২২ রানের মাথায় বিদায় নেন রাইলি রুশো। এমন করুণ অবস্থা থেকে দলকে টেনে তোলার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন দলপতি এবি ডি ভিলিয়ার্স। তার অপরাজিত শতক ও হাশিম আমলার কার্যকরী অর্ধশতকের সুবাদে ৬ ওভার হাতে রেখে ৫ উইকেটের জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। ৯৭ বলে ১০১ রানে অপরাজিত থাকেন ভিলিয়ার্স। তার ইনিংসে ১১টি চারের  মারের পাশাপাশি ছিল একটি ছক্কার মার। আমলা কিছুটা মন্থর গতিতে খেলে ৯৩ বলে করেন ৫৯ রান। শেষের দিকে ২ ছয় ও ৫টি চারের মারে ৩২ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন ডেভিড উইসি।
এর আগে কেপটাউনে টস জিতে সফরকারীদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান প্রোটিয়া দলপতি এবি ডি ভিলিয়ার্স। ব্যাট করতে নেমে দ্রুতই ফিরে যান ওপেনার জ্যাসন রয়। ৫ ওভার শেষে দলের রান তখন মাত্র ১৫। এরপর জো রুটকে নিয়ে ৬১ রানের জুটি গড়ে ভাল কিছুর আভাস দিতে থাকেন আরেক ওপেনার অ্যালেক্স হেলস। তবে ৭৬ রানের মাথায় রুট ২৭ রান তরে ফিরে গেলে শুরু হয় ইংলিশ ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিল। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দলটি শেষ পর্যন্ত ২৩৬ রান তুলতে পারে একপ্রান্ত আগলে রেখে শতক তুলে নেয়া হেলসের ব্যাটের উপর ভর করে। ১৪টি চারের মারে ১২৮ বলে ১১২ রান করেন হেলস। এছাড়া বেন স্টোকসের ব্যাট থেকে আসে ২৯ রান। প্রোটিয়াদের হয়ে তিনটি করে উইকেট নেন কাগিসো রাবাদা, ইমরান তাহির ও ডেভিড উইসি।
ম্যাচজয়ী শতক হাঁকিয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জেতেন এবি ডি ভিলিয়ার্স। তবে সিরিজ সেরার পুরস্কার উঠেছে পরাজিত দলের অ্যালেক্স হেলসের হাতে। ৫ ইনিংসে ব্যাট করে চারটি অর্ধশতক ও একটি শতকে ৩৮৩ রান করেছেন এই ওপেনার।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More