সাকিব আল হাসানকে দলে পাওয়ার আশা ছিল কুমিল্লা ভিক্টোরিয়ানসের। কিন্তু তারা পেল মাশরাফি বিন মুর্তজাকে। বিশ্বসেরা অল রাউন্ডারকে দলে না পেয়ে শুরুতে তারা কিছুটা হতাশ ছিল। অথচ তারাই আবার মাশরাফি বন্দনায় মেতে ওঠে। তৃতীয় বিপিএলের শিরোপা জিতে এখন তারা ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত এই পেসারের প্রশংসায় পঞ্চমুখ। কারণ তাঁর নেতৃত্বেই শিরোপার জিতেছে দলটি। আর এই কারণেই মাশরাফির সঙ্গে দীর্ঘ মেয়াদি চুক্তি করতে চায় কুমিল্লা।
বাংলাদেশ অধিনায়ককে অচিরেই এই প্রস্তাব দেবে তারা। কুমিল্লা ভিক্টোরিয়ানসের চেয়ারপারসন নাফিসা কামাল বলেন, ‘মাশরাফির অসাধারণ নেতৃত্ব এবং খেলোয়াড়দের কঠোর প্ররিশ্রমের ফসল আমাদের এই শিরোপা। তাই আমরা চাই বাংলাদেশ অধিনায়কের সঙ্গে দীর্ঘ মেয়াদি চুক্তি করতে। রাজি থাকলে আগামী তিন মৌসুমের জন্য আমরা তাঁর সঙ্গে চুক্তি করব।’
কেন মাশরাফির সঙ্গে দীর্ঘ মেয়াদে চুক্তির আগ্রহ। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শক্তির বিচার অন্য দলগুলোর তূলনায় আমাদের দলটি অনেকটাই পিছিয়ে ছিল। তা ছাড়া দিন যত গড়াচ্ছিল চোটে আক্রান্ত খেলোয়াড়ের সংখ্যা বাড়তে শুরু করেছিল। ফাইনালে তো একাদশ সজাতেই বেশ বেগ পেতে হয়েছে আমাদের। মাশরাফি বুদ্ধিদীপ্ত অধিনায়কত্বেই এমন একটা দলকে চ্যাম্পিয়ন করানো সম্ভব হয়েছে। তাঁর মতো খেলোয়াড় দীর্ঘমেয়াদে থাকলে আমাদের দলের জন্যই ভালো হবে।’
অস্ট্রেলিয়ায় গত বিশ্বকাপে এই মাশরাফির নেতৃত্বে অসাধারণ সাফল্য পেয়েছে বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় ঘরের মাঠে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে চারটি ওয়ানডে সিরিজ জিতেছে। এবার বিপিএলের সাফল্য দিয়ে বছরটা শেষ করতে যাচ্ছেন তিনি।