[ads1][ads2]নিজের দেশে অনেক তরুনীই মুগ্ধ এবার বিদেশ বিভুইয়ে মুস্তাফিজে দারুন মুগ্ধ দুই তরুনী ! ছবিতে মুস্তাফিজের দুই পাশে যে দুইজনকে দেখতে পাচ্ছেন তাদের কথাই বলছি। দুই তরুনী পেশায় ধারাভাষ্যকার। মুস্তাফিজকে নিয়ে আগ্রহের শেষ নেই দুজনেরই। তবে এদের মধ্যে একজনের ‘ অনুরাগ’ অথবা ‘মুগ্ধতার’ বেশি স্থান জুড়ে রয়েছেন মুস্তাফিজ।
ভারতের নানা সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, অস্ট্রেলিয়ার ২ নারী ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে তাদের ‘হৃদয়ে ঠাঁই’ দিয়েছেন বেশ ভালোভাবেই । দুই জনের মতেই এবারের আইপিএলে সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন মুস্তাফিজ।
আইপিএলের পারফর্মের দিকে দৃষ্টি দিয়ে সাজানো হয় এই একাদশ। তবে মুস্তাফিজের জন্য একটু বেশি অনুরাগ খানিকটা কালো চেহারার মেল জোনসের । ছবিতে মুস্তাফিজের ডান দিকে রয়েছেন জোনস।
সেই ‘অনুরাগ’ থেকেই মূল একাদশের সেরা বোলিং আইকন হিসেবে মুস্তাফিজকে নিয়েছেন তিনি। তবে মুগ্ধতা থাকলেও নিজের তৈরি সেরা একাদশে রাখবার ব্যাপারে সুন্দরি লিসার ভাবনাটা একটু ভিন্নই ।
মেল জোনস তার একাদশে মুস্তাফিজকে রাখার বিষয়ে বলেন, এবারের আইপিএলে সবচেয়ে বেশি উত্তেজনা সৃষ্টি করেছেন মুস্তাফিজ। মুস্তাফিজ অসাধারণ ইয়র্কার দিয়ে ব্যাটসম্যানদের ফাঁদে ফেলেন বলে ব্যাখ্যা করেন অস্ট্রেলিয়ার সুন্দরী মেল জোনস।[ads1]