লাঞ্চের আগ পর্যন্ত বাংলাদেশ ৮০/২

0

Tamimঢাকা: দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনটি স্বপ্নের মতো কেটেছে স্বাগতিক বাংলাদেশকে। প্রথম দিন প্রোটিয়াদের মাত্র ২৪৮ রানে গুটিয়ে দিয়ে দিন শেষে বিনা উইকেটে ৭ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। বুধবার দুই অপরাজিত ব্যাটসম্যান তামিম ইকবাল ও ইমরুল কায়েস দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমেছেন।

দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে দেখেশুনে খেলেন দুই টাইগার ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস। তবে হঠাৎ ধৈর্যচ্যুতি ইমরুল কায়েসের। স্টিয়ান ফন জিলের বলকে এগিয়ে গিয়ে তুলে মারতে গিয়ে নিজের ভারসাম্য হারিয়ে ফেলেন ইমরুল কায়েস।  দুর্দান্ত দৃঢ়তায় স্ট্যাম্পিং করে ইমরুলকে সাজঘরে ফেরান তিনি। এরপর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি মুমিনুল হকও। মাত্র ৬ রান করে সিমন হার্মারের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি।

এই রিপোর্ট লেখা পর্যন্ত লাঞ্চের আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে না হারিয়ে ৮০ রান। তামিম ৩০ ও মাহমুদুল্লাহ ১২ রান নিয়ে ব্যাট করছেন। ইমরুল কায়েস ফিরে গেছেন ২৬ রান করে।

প্রোটিয়াদের ২৪৮ রানে আটকে রাখার দুই কুশীলব মুস্তাফিজুর রহমান ও জুবায়ের হোসেন। মুস্তাফিজ ৪টি ও জুবায়ের নেন ৩টি উইকেট। ১টি করে উইকেট নেন সাকিব, তাইজুল ও মাহমুদুল্লাহ।

প্রোটিয়াদের হয়ে টেম্বা বাভুমা ৫৪, ডু প্লেসিস ৪৮ ও ডিন এলগার করেন ৪৭ রান। ৩৪ রান আসে ফন জিলের ব্যাট থেকে।

চট্টগ্রাম টেস্টের দল থেকে শুভাগত হোম চৌধুরী ও সৌম্য সরকার বাদ পড়েছেন। এই দুজনের পরিবর্তে যথাক্রমে মুস্তাফিজুর রহমান ও মাহমুদুল্লাহ রিয়াদ দলে ঢুকেছেন। পেসার রুবেল হোসেনও একাদশে জায়গা পাননি। তার পরিবর্তে মোহাম্মদ শহীদের ওপরই আস্থা রেখেছেন নির্বাচকরা।

বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক) তামিম ইকবাল, ইমরুল কায়েস, জুবায়ের হোসেন, লিটস দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ শহীদ, মুমিনুল হক, মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম।

দক্ষিণ আফ্রিকা দল: ডিন এলগার, ফন জিল, ফ্যাফ ডু প্লেসিস হাশিম আমলা, টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, জেপি ডুমিনি, ভারনন ফিল্যান্ডার, ডেল স্টেইন, সিমন হার্মার ও মরনে মরকেল।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More