২৯৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে বাংলাদেশ ‘এ’ দল। অরবিন্দ শ্রীনাথ আর ধাওয়াল কুলকার্নির পেস আক্রমণে হুড়োহুড়ি করেই যেন উইকেট বিলিয়ে দিলেন ওপেনার সৌম্য সরকার এবং ওয়ান ডাউনে খেলতে নামা এনামুল হক বিজয়।খেলার প্রথম ওভারটি বেশ ভালোভাবেই সামলেছেন দুই ওপেনার। কিন্তু দ্বিতীয় ওভারের প্রথম বলেই বোল্ড হয়ে গেলেন সৌম্য সরকার। বোলার ছিলেন ধাওয়াল কুলকার্নি। দুর্দান্ত ফর্মে থকা সৌম্য সরকার ‘এ’ দলের হয়ে ভারত সফরে পুরোপুরি ম্লান।
পরীক্ষা ক্ষেত্র ছিল এনামুল হক বিজয়ের জন্যও। কিন্তু নিজের নামের প্রতি সুবিচারই করতে পারলেন না। প্রথম দুই ম্যাচে বাজে পারফরম্যান্সের পর তৃতীয় ম্যাচে এসেও সুযোগ ছিল তার সামনে। কিন্তু বিজয় এই ম্যাচেও কিছু করতে পারলেন না। খেলার তৃতীয় ওভারের তৃতীয় বলেই অরবিন্দ শ্রীনাথের বলে কুলদীপ যাদবের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। রান করেছেন মাত্র একটি।এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশ ‘এ’ দলের রান ৩.১ ওভারে ২ উইকেট হারিয়ে মাত্র ৬। উইকেটে রয়েছেন রনি তালুকদার ২ রানে এবং মুমিনুল হক ১ রান নিয়ে ব্যাট করছেন।
Next Post