ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড গড়লেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
মঙ্গলবার কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে নিজের তৃতীয় ওভারে মাইকেল ফন লিনজেনের উইকেট তুলে নিয়ে নাম লেখান পাকিস্তানে ইমাদ ওয়াসিমের নামের পাশে। এটি তার ৭৩তম উইকেট। এরপর নামিবিয়ার শেষ উইকেট ভ্যানউইককে আউট করেন তিনি। এর ফলে ৭৪ উইকেট নিয়ে যুব ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড নতুন করে লেখেন মিরাজ। ইমাদ ওয়াসিম ৭৩ উইকেট নিয়েছিলেন ৪৯ ম্যাচে। আর মিরাজ খেলেছেন ৫৩টি ম্যাচ।
যুব ওয়ানডের ইতিহাসে সবচেয়ে বেশি রান ও সবচেয়ে বেশি উইকেট, এই দুটি রেকর্ডের মালিকই এখন বাংলাদেশ। আগের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে শতক হাঁকানো নাজমুল হোসেন শান্ত করেছেন যুবাদের সবচেয়ে বেশি রানের রেকর্ড।
৬৮ উইকেট নিয়ে এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু করেছিলেন মিরাজ। প্রথম ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে ৩ উইকেট নিয়ে স্পর্শ করেন দুইয়ে থাকা ভারতের পিযুষ চাওলাকে। এর পরের ম্যাচে স্কটিশদের বিপক্ষে ১ উইকেট নিয়ে মিরাজ এককভাবে উঠে আসেন দুইয়ে। তৃতীয় ম্যাচে সবাইকে ছাড়িয়ে গেলেন তিনি। ভারতের লেগ স্পিনার চাওলা মাত্র ৩৭ ম্যাচেই ৭১ উইকেট শিকার করে আছেন তালিকার তিনে।
Next Post