[ads1]পলে পলে ম্যাচের রূপ বদলানোর চিত্র হরহামেশাই দেখা যায় ২২ গজে। স্থগিত হওয়া আবাহনী- প্রাইম দোলেশ্বর ম্যাচ নিয়ে মাঠের বাইরে বুধবার ছোটখাট নাটক মঞ্চস্থ করে ফেললো বিসিবি। পরন্ত বিকেলে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাজলেন ‘বিবেকের যুধিষ্ঠির’।
দ্ব্যর্থহীন কন্ঠে তিনি জানালেন, তার ইচ্ছা ম্যাচটা আবার হোক। চরম প্রতিদ্বন্দ্বিতার লিগটার ইতি ঘটুক আরেকটা রোমাঞ্চকর লড়াইয়ের মাধ্যমে। পাশাপাশি জানিয়ে ছিলেন, তদন্ত কমিটির সুপারিশ হলো ম্যাচের পয়েন্ট ভাগাভাগি হবে।দিনের আলো মুছে যেতেই সব উধাও। সংবাদ সম্মেলনে, কায়মন বাক্যে প্রকাশ করা বিসিবি সভাপতির ইচ্ছা নির্বাসিত হলো দুই ঘণ্টার ব্যবধানে। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী, আবাহনী-দোলেশ্বর ম্যাচটার পয়েন্ট ভাগাভাগি হয়েছে।
সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ম্যাচের পয়েন্ট ভাগাভাগি হয়েছে।
ম্যাচটা না হওয়ার কারণে ২০১৫-১৬ মৌসুমের ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের চ্যাম্পিয়ন হয়ে গেল আবাহনী। ১৬ ম্যাচে আবাহনীর পয়েন্ট দাঁড়ালো ২৩। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে প্রাইম দোলেশ্বর। রুপগঞ্জ তৃতীয়, ভিক্টোরিয়া চতুর্থ, মোহামেডান পঞ্চম ও প্রাইম ব্যাংক ষষ্ঠ স্থান লাভ করেছে।[ads2]
চার বছর পর লিগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আবাহনী। যদিও সেটি তিন মৌসুম পর। কারণ মাঝে এক মৌসুমে লিগ অনুষ্ঠিত হয়নি। তামিম ইকবালের নেতৃত্বাধীন আবাহনী লিগের শুরু থেকেই ধুঁকছিল। পক্ষপাতমূলক আম্পায়ারিংয়ের মাধ্যমেই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল আবাহনীর মিশন। লিগ পর্বের অষ্টম রাউন্ড থেকে জয়ের রথে ফিরে আবাহনী। আইপিএল শেষে দলে যোগ দেন সাকিব আল হাসান। শক্তিমত্তায় পরিপূর্ণ হলেও গোটা লিগ জুড়েই আবাহনী পেছনে ছিল বিতর্কের ঝাণ্ডা। তাদের বিরুদ্ধে সব প্রতিপক্ষকেই বাজে আম্পায়ারিংয়ের শিকার হতে হয়েছে। সব চড়াই-উতরাই শেষে বিতর্ক সঙ্গী করে চ্যাম্পিয়ন হলো আবাহনী। সুপার লিগে চার ম্যাচ জিতলেও দোলেশ্বরের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি হলো তামিম বাহিনীর। সবমিলিয়ে আবাহনীর কলঙ্কিত শিরোপা জয়ের মধ্য দিয়েই শেষ হলো ঢাকা প্রিমিয়ার লিগ।[ads2]
ঢাকা প্রিমিয়ার লিগের রোল অব অনার (১৫ মৌসুম)
মৌসুম চ্যাম্পিয়ন রানার্সআপ
২০১৫-১৬ আবাহনী প্রাইম দোলেশ্বর
২০১৪-১৫ প্রাইম ব্যাংক প্রাইম দোলেশ্বর
২০১৩-১৪ গাজী ট্যাংক শেখ জামাল
২০১২-১৩ লিগ হয়নি
২০১১-১২ ওল্ড ডিওএইচএস ভিক্টোরিয়া
২০১০-১১ আবাহনী মোহামেডান
২০০৯-১০ মোহামেডান বিমান
২০০৮-০৯ আবাহনী সূর্যতরুণ
২০০৭-০৮ আবাহনী বিমান
২০০৬-০৭ আবাহনী মোহামেডান
২০০৫-০৬ ওল্ড ডিওএইচএস সোনারগাঁও
২০০৪-০৫ ওল্ড ডিওএইচএস সিটি ক্লাব
২০০৩-০৪ লিগ হয়নি
২০০২-০৩ ভিক্টোরিয়া মোহামেডান/সিটি ক্লাব
২০০১-০২ ভিক্টোরিয়া বিমান বাংলাদেশ