[ads1]টানা তিন বছর কোপা আমেরিকা ও ফুটবল বিশ্বকাপ মিলে তিনটা বড় ফুটবল আসরের ফাইনালে জাতীয় দলকে জায়গা করে দিলেন। কিন্তু জেতাতে পারলেন না শিরোপা।
সোমবার সকালে চিলির বিপক্ষে শতবার্ষিকী কোপার ফাইনাল শেষে এই দু:খ, এই যন্ত্রনা বুকে নিয়ে, লিওনেল মেসি জানিয়ে দিলেন, আর জাতীয় দলের জার্সি গায়ে কোনো ম্যাচ খেলবে না তিনি।
তার মত তারকা ফুটবলার পেনাল্টি শুট আউটে জায়গা মত বল প্লেসমেন্ট করতে পারেননি। অবিশ্বাস্য ভাবে বলটা গোলবারের অনেক উপর দিয়ে তিনি মেরে বসলেন!
বলা যায়, সামর্থ্য নয়, স্নায়ুচাপ আর প্রত্যাশার চাপের কাছেই হেরে গেলেন বর্তমান সময়ের তো বটেই, ফুটবল ইতিহাসেরই অন্যতম সেরা এই ফুটবলার। অথচ, বরাবরের মতই গোটা ম্যাচে এই মেসিই নিয়ন্ত্রণ করেছেন আর্জেন্টিনার আক্রমণ ভাগ।[ads2]
সেই কষ্ট থেকেই, ম্যাচ শেষে মেসি জানিয়ে দিলেন আকাশী-সাদা জার্সি গায়ে আর হচ্ছে না। বলে ফেললেন, ‘জাতীয় দলে আমি নিজের শেষ দেখে ফেলেছি। এই নিয়ে চারটা ফাইনাল হল। আর কত! এটা আমার জায়গা নয়। আমার মনে হয়, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।’
মাত্র ২৯ বছর বয়সেই পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের খেতাব, আটটি লা লিগা শিরোপা, চারটি উয়েফা চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা – ক্লাব ফুটবলে যার এত অর্জন; জাতীয় দলের জার্সি গায়ে সেই মেসিই কি না কোনো ট্রফি জিততে পারলেন না।
নি:সন্দেহে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় আক্ষেপ হয়ে থাকবেন তিনি।[ads1]
[ads2]