একঝাঁক আর্জেন্টাইনের অবসরের আশঙ্কা

0

5_argentine[ads1]ফুটবলের ইতিহাসে এমন কখনো হয়েছে? আর্জেন্টিনা ফুটবল দলের সবমিলিয়ে সাত কি আটজন অবসর নিতে যাচ্ছেন!

লিওনেল মেসি, সার্জিও অ্যাগুয়েরো আর হ্যাভিয়ের মাশেরানো জানিয়েই দিয়েছেন আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচটি খেলে ফেলেছেন তারা। কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে পেনাল্টিতে হার মেনে হারিয়েছেন শিরোপা।

নতুন কিছু নয়, এ নিয়ে মোট চারবার বড় কোন টুর্নামেন্টের ফাইনাল থেকে ফিরতে হয়েছে মেসি ও তার বাহিনীকে। কষ্ট আর হতাশা নিয়েই তাই জার্সিটা খুলে রাখার ঘোষণা দিলেন তিনি।

তবে, শুধু এই তিন তারকাই নয়। অবসরের অপেক্ষায় আছেন আরও পাঁচ-ছয়জন আর্জেন্টাইন ফুটবলার। বৈশ্বিক গণমাধ্যমগুলো জানিয়েছে – লুকাস বিলিয়া, গঞ্জালো হিগুয়েন, এজেকুয়েল লাভেজ্জি, ডি মারিয়া, এভার বানেগা, অ্যাঞ্জেল ডি মারিয়া আজ-কালকের মধ্যে অবসরের ঘোষণা দেবেন। অনেকে আবার বলছেন গোলরক্ষক সার্জিও রোমেরোও বিদায় বলে দেবেন।[ads2]

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মেসি যখন অবসরের ঘোষণা দিলেন, তখন সবাই অবাক হয়েছে। সতীর্থদের কেউই বিশ্বাস করতে পারেনি। অ্যাগুয়েরো তো বলেই দিলেন, ‘আবেগে বশবর্তী হয়ে অবসরের ঘোষণা দিয়েছেন মেসি। তাকে ছাড়া আর্জেন্টিনার ড্রেসিংরুম কল্পনা করা যায় না।’

হয়তো বা অনেকের মনেই তাই ছিল। কিন্তু পরবর্তী একঘণ্টার মধ্যে যখন সার্জিও অ্যাগুয়েরো বলে দিলেন, আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচটি তিনিও খেলে ফেলেছেন কিংবা মাশেরানো যখন বললেন, ‘অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছি’ তখন সারা বিশ্বের কোটি সমর্থকদের চক্ষু চড়কগাছ।[ads1]

আসল চমকটা হয়তো বাকিই রয়ে গেছিলো! জানা গেলো আরও অনেকেই এই অবসরের মিছিলে সামিল হবেন।

আগুনে আরেক দফা ঘি পড়লো অ্যাগুয়েরোর মন্তব্য। নিজের অবসরের ঘোষণা দিতে গিয়ে বললেন, ‘আরো অনেক ফুটবলারই রয়েছেন যারা জাতীয় দলে আর খেলতে চাচ্ছেন না। আমি আর্জেন্টিনার ড্রেসিংরুমে এমন হতাশাজনক অবস্থা আগে আর কখনই দেখিনি।’

এমন কিছু যদি সত্যিই হয়, নখদন্তহীন একটি দলে পরিণত হবে আর্জেন্টিনা। সেক্ষেত্রে হারানো গৌরব ফিরে পেতে কি কি পদক্ষেপ নিতে হতে পারে তা এখন থেকেই ভাবা উচিত আর্জেন্টিনার ফুটবল কতৃপক্ষের।

সেটা না হলে, মেসিদের মত বদলাবার অপেক্ষা করা ছাড়া আর কোন উপায় নেই![ads2]

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More