[ads1] ড্যারেন ব্রাভোর সেঞ্চুরির পর, বোলারদের নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলো ওয়েস্ট ইন্ডিজ। লিগ পর্বের শেষ ম্যাচে ১০০ রানে জয় পেয়েছে ক্যারিবিয়ানরা।
আগে ব্যাট করে ব্রাভোর সেঞ্চুরিতে ২৮৫ রান করে স্বাগতিকরা। জবাবে গ্যাব্রিয়েল ও নারাইনের দুর্দান্ত বোলিংয়ে ১৮৫ রানে অল আউট হয় দক্ষিণ আফ্রিকা। কাল ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ।বার্বাডোজে টস হেরে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজের শুরুটা হয় খারাপ। রাবাদার আগুন ঝরা এক স্পেলে ২১ রানেই ৪ উইকেট হারায় স্বাগতিকরা। তবে ব্রাভো-পোলার্ডের ৫ম উইকেট জুটি থেকে আসে ১৫৬ রান। আসরে দ্বিতীয় ফিফটি পাওয়া পোলার্ড ৬২ রানে আউট হলেও, প্রায় ২ বছর পর ওয়ানডেতে সেঞ্চুরি তুলে নেন ব্রাভো। তবে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিটা বড় করতে পারেননি। আউট হন ১০২ রানে। শেষ দিকে হোল্ডারের ৪০ ও ব্রাথওয়েটের ৩৩ রানে, লড়াই করার মত ২৮৫ রানের পুঁজি পায় স্বাগতিকরা।
জবাবে গ্যাব্রিয়েল-নারাইনের বোলিং তোপে দলীয় ৬৫ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ডি ভিলিয়ার্সের দল।
বেহারদিয়েন-পারনেল-মরকেলরা চেষ্টা করলেও, দলের বড় হার এড়াতে পারেন নি। ১৮৫ থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস।
টি করে উইকেট নেন গ্যাব্রিয়েল ও নারাইন।[ads2]
Prev Post
Next Post