এআইআইবির প্রথম ঋণ আসছে বাংলাদেশে

0

full_1124987187_1466830811[ads1]বিশ্ব ব্যাংকের বিকল্প হিসেবে গড়ে ওঠা এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) প্রতিশ্রুতি অনুযায়ী গুরুত্বপূর্ণ উদ্যোক্তা বাংলাদেশকে প্রথমবারের মত ঋণ দিচ্ছে।
যাত্রা শুরুর মাত্র ছয় মাসের মধ্যে শুক্রবার চীনভিত্তিক ব্যাংকটির পরিচালনা পর্ষদ চার দেশের চারটি প্রকল্পের জন্য ৫০ কোটি ৯০ লাখ ডলারের যে ঋণগুচ্ছ অনুমোদন করেছে, তার মধ্যে বাংলাদেশের সাড়ে ১৬ কোটি ডলারের একটি বিদ্যুৎ প্রকল্পও রয়েছে।
গত বছরের নভেম্বরে ঢাকা সফরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে এআইআইবি প্রতিষ্ঠায় অবদানের কথা স্মরণ করে বাংলাদেশকে প্রথম সহায়তা দেওয়ার কথা জানিয়েছিলেন ব্যাংকটির মনোনীত প্রেসিডেন্ট লিকুন।[ads1]

বাংলাদেশের এই সাড়ে ১৬ কোটি ডলার ব্যয় করা হবে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পে, যার আওতায় গ্রামাঞ্চলে ২৫ লাখ নতুন সংযোগ দেওয়া হবে।
বাংলাদেশ ছাড়া বাকি তিন দেশের প্রকল্পে এআইআইবির সঙ্গে যৌথভাবে অর্থায়ন করবে বিশ্ব ব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ইউকে এইড।
এআইআইবির প্রেসিডেন্ট জিন লিকুন বলেন, “আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, এআইআইবি উদ্বোধনের মাত্র ছয় মাস পর আজ ঋণের প্রথম গুচ্ছ অনুমোদন করেছে।
“জ্বালানি, নগর উন্নয়ন ও পরিবহন খাতসহ এসব প্রকল্প এই অঞ্চলের অবকাঠামো অর্থায়নের মারাত্মক ঘাটতি পূরণ করবে এবং আঞ্চলিক যোগাযোগ জোরদার করবে।”[ads2]

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More