দ্বিতীয় দিনেই ঘটে গেল এবারের টি২০ বিশ্বকাপ আসরের প্রথম অঘটন। বুধবার বাছাই পর্বের দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় আয়ারল্যান্ড এবং ওমান। টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। নির্ধারিত ২০ ওভার শেষে তারা সংগ্রহ করে ৫ উইকেটের বিনিময় ১৫৪ রান। জবাবে ব্যাট করতে নেমে দুই বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ওমান।
ওমানের শেষ ওভারে প্রয়োজন ছিল ১৪ রান। সরেন্সেনের শেষ ওভারে নাটকীয় ভাবে ৪ বলেই জয় তুলে নেয় ওমান। ওভারের শুরুই হয় নো বল দিয়ে আর সেই বল আলী বাউন্ডারিতে মেরে ৪ রান নেন। দ্বিতীয় বলে আবারও চার আসে লালচেটার ব্যাট থেকে। ওভারের চতুর্থ বলে আলীর উইকেটের পতন হলেও তার পরের বলে আবারও নো বলে চার মেরে দলকে দয়ের বন্দরে নিয়ে যান আনসারি।
প্রথমে ব্যাটিং করে ১৫৪ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। শুরুটা চমৎকার করেছিলেন দুই ওপেনার পরটেফিল্ড ও স্ট্রিলিং। তারা ৪৮ রানের জুটি গড়েন। দুই ওপেনারই ২৯ রান করে আউট হলে দলের হাল ধরেন উইলসন। তিনি ৩৪ বলে ৩৮ রান করেন।
কিন্তু এরপর আর কোন ব্যাটসম্যানই ২০ এর ঘরও ছুঁতে পারেনি। তবে ছোট ছোট ইনিংসের সুবাদে শেষমেশ ১৫৪ রান সংগ্রহ করে তারা।
জবাবে ওমানের উদ্বোধনী জুটি থেকে রান আসে ৬৯। মুলত দুই ওপেনারই জয়ের একটা ভিত গড়ে দেন। জিশান ৩৮ এবং আলী ৩৪ রান করে ফিরে গেলে দলের সাময়িক হাল ধরেন জতিন্দর সিং। তিনি ২৬ বলে ২৪ রান করেন। কিন্তু খুব দ্রুত উইকেট হারায় ফেললে বেশ চাপে পড়ে যায় ওমান।
কিন্তু শেষের দিকে আয়মার আলীর ১৭ বলে ৩২ রানের ইনিংসের সুবাদের জয়ের বন্দরে পৌঁছে যায় ওমান। তবে ওভারে দুটি নো বল না হলে চিত্রপট ভিন্নও হতে পারত।
শেষ ওভারে ওমানের ১৪ রান দরকার ছিল, ২ বল হাতে রেখেই ১৭ রান নেয় ওমান। ফলে শ্বাসরুদ্ধকর ম্যাচে মাত্র ২ উইকেটের জয় পায় ওমান।