১১০ রানে ৬ উইকেট হারালো বাংলাদেশ

0

184483_1এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩.২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১১০ রান।

এর আগে হ্যামিল্টন মাসাকাদজার অপরাজিত ৯৩ রানের সুবাদে ৪ উইকেটে ১৮০ রান করে জিম্বাবুয়ে। ফিরে গেছেন সাকিব আল হাসান (৪), সাব্বির রহমান (১), তামিম ইকবাল (১), সৌম্য সরকার (১১)।

শুক্রবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। শুরুটা যদিও ভালো হয়নি তাদের। ইনিংসের পঞ্চম বলেই ভুসি সিবান্দাকে বিদায় করেন বাংলাদেশের সেরা পেসার মাশরাফি বিন মুর্তজা। অফ সাইডের বাইরে মাশরাফির গুড লেন্থ বল শট খেলতে গিয়ে এক্সট্রা কভারে সাকিব আল হাসানের হাতে ধরা পড়েন সিবান্দা (৪)।

ইনিংসের পরের ওভারের ঠিক পঞ্চম বলে উইকেট পেতে পারতেন তরুণ পেসার আবু হায়দার রনিও। কিন্তু শর্ট ফাইন লেগে রিচমন্ড মুতুম্বামির সহজ একটি ক্যাচ ছাড়েন একাদশে আসা তাসকিন আহমেদ।

জীবন ফিরে পাওয়া মুতুম্বামিকে নিয়ে দ্বিতীয় উইকেটে বড় জুটি গড়ে তোলেন হ্যামিল্টন মাসাকাদজা। ইনিংসের ১১তম ওভারে মুতুম্বামিকে (৩২) ফিরিয়ে ৮০ রানের জুটি ভাঙেন আবু হায়দার রনি। দারুণ এক ইয়র্কারে মুতুম্বামির লেগ স্টাম্প উপড়ে ফেলেন বাংলাদেশের এই তরুণ তুর্কি।

মুতুম্বামি ফিরে গেলেও ম্যালকম ওয়ালারের সঙ্গে জুটি বেঁধে ফিফটি তুলে নেন মাসাকাদজা, জিম্বাবুয়েও দলীয় শতরান পেরিয়ে যায়।

মাসাকাদজা ও ওয়ালার- দুজনই আক্রমণাত্মক ব্যাটিংয়ে জিম্বাবুয়েকে এগিয়ে নিতে থাকেন। তবে দলীয় ১৪৫ রানে দারুণ এক ইয়র্কারে ওয়ালারের স্টাম্প ভেঙে দেন তাসকিন। ১৮ বলে ৩টি ছক্কা ও এক চারে ৩৬ রান করেন ওয়ালার।

এরপর পঞ্চম উইকেটে মাসাকাদজা ও এল্টন চিগুম্বুরার ৩১ রানের অবিচ্ছিন্ন জুটিতে নির্ধারিত ২০ ওভারে ১৮০ রান করে সফরকারীরা।

জিম্বাবুয়ের পক্ষে মাসাকাদজা ৯৩ রান করে অপরাজিত থাকেন। তার ৫৮ বলের ইনিংসে ৮টি চার ও ৫টি ছক্কার মার। চিগুম্বুরা অপরাজিত ছিলেন ৫ রানে।

বাংলাদেশের পক্ষে মাশরাফি, সাকিব, তাসকিন ও আবু হায়দার রনি একটি উইকেট উইকেট নেন।

আজ বাংলাদেশের একাদশে ফিরেছেন তামিম ইকবাল। সিরিজে প্রথমবারের মতো একাদশে সুযোগ পেয়েছেন আরাফাত সানী ও তাসকিন অাহমেদ। আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন মুক্তার আলী, মোহাম্মদ শহীদ ও মোসাদ্দেক হোসেন।

দুই ম্যাচের বিশ্রাম কাটিয়ে জিম্বাবুয়ের একাদশে ফিরেছেন নিয়মিত অধিনায়ক এল্টন চিগুম্বুরা।

বর্তমানে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। স্বাগতিকরা আজ ম্যাচ জিতলে সিরিজও জিতবে। আর জিম্বাবুয়ে জিতলে সিরিজ ২-২ সমতায় শেষ হবে।

বাংলাদেশ দল:

তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, কাজী নুরুল হাসান সোহান, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি ও আরাফাত সানী।

জিম্বাবুয়ে দল:

এল্টন চিগুম্বুরা (অধিনায়ক), ভুসি সিবান্দা, ম্যালকম ওয়ালার, সিকান্দার রাজা, হ্যামিল্টন মাসাকাদজা, রিচমন্ড মুতুম্বামি (উইকেটরক্ষক), পিটার মুর, গ্রায়েম ক্রেমার, টেন্দাই চিসোরা, লুক জংওয়ে, নেভিল মাদজিভা।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More