এবার এক বড়িতেই ক্যানসার জয়!

0

image_86146_0ক্যানসার চিকিৎসায় নতুন দিশা আনল সাম্প্রতিক আবিষ্কার। বিজ্ঞানীদের দাবি, নব আবিষ্কৃত ওষুধ প্রয়োগ করে শারীরিক প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে রোগের প্রকোপ এড়ানো তো সম্ভবই, পাশাপাশি শরীরে মারণরোগের প্রত্যাবর্তনের সম্ভাবনাও নির্মূল করা যাবে।
লিউকেমিয়া রোগীদের ক্ষেত্রে ডেল্টা ইনহিবিটর্স-এর সাফল্য সম্পর্কে এতকাল ওয়াকিবহাল ছিল চিকিৎসক মহল। জানা ছিল, বহু ক্ষেত্রেই রক্তের ক্যানসারের রোগীদের সুস্থ করে তুলতে এই ওষুধ সফল ভাবে কাজ করে। কিন্তু সম্প্রতি বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন, অন্যান্য ক্যানসারের ক্ষেত্রেও এই ওযুধ প্রয়োগ করে সাফল্য মেলার সম্ভাবনা তৈরি হয়েছে।

ক্যানসার ‘পি-১০০ ডেল্টা’ নামে এক ধরণের উত্সেচক তৈরি করে যা শরীরের স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়। এর ফলে স্বাভাবিক ভাবেই শক্তিশালী রোগের প্রকোপের কাছে আত্মসমর্পণ করে শরীর। নতুন আবিষ্কৃত ওষুধটি এই উত্সেচক ধ্বংস করে প্রতিরোধ শক্তি ফিরিয়ে আনে। এর ফলে রোগীর শরীর স্বাভাবিক ভাবেই টিউমার কোষ বিনষ্ট কতরতে সক্ষম হয়। পাশাপাশি, একবার প্রতিরোধ ক্ষমতা পিরে পেলে ক্যানসারের প্রত্যাবর্তন রুখে দিতে ‘শিখে নেয়’ শরীর। ঘটনা হল, কেমোথেরাপির সাহায্যেও ক্যানসার কোষ নষ্ট করা যায়। কিন্তু সে ক্ষেত্রে পরবর্তী কালে এই রোগ ফিরে আসার সম্ভাবনা থেকে যায়।

গবেষণার পুরোধা আমেরিকার ইউসিএল ক্যানসার ইনস্টিটিউটের অধ্যাপক বার্ট ভ্যানহেসব্রোয়েক জানিয়েছেন, আপাতত ইঁদুরের উপর পরীক্ষা করে ওষুধের সাফল্য মিলেছে। তবে কিছু দিনের মধ্যেই মানবদেহেও এই ওষুধ প্রয়োগ করার পরিকল্পনা করেছেন বিজ্ঞানীরা। অধ্যাপক ভ্যানহেসব্রোয়েকের কথায়, এই ওষুধটি অস্ত্রোপচারের পর বিশেষ ফলদায়ী। এমনকি, শরীরের অন্যত্র রোগ ছড়িয়ে পড়ার প্রবণতাও রোধ করতে পারে ওষুধটি।

ইতিমধ্যে এই বিশেষ ডেল্টা ইনহিবিটরটিকে ‘ব্রেকথ্রু থেরাপি’-র তকমা দিয়েছে মার্কিন ফেডেরাল ড্রাগস এজেন্সি। এর থেকেই বোঝা যায়, ওষুধের দ্রুত উন্নতি ঘটতে বিশেষ দেরি হবে না বলে মনে করা হচ্ছে। -ওয়েবসাইট।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More