পোলিওমুক্ত দেশ হিসেবে বাংলাদেশের নাম তালিকাভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিশ্বস্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কার্যালয়ের এক অনুষ্ঠানে দক্ষিণ-পূর্ব এশিয়াকে পোলিওমুক্ত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। এ অঞ্চলের ১১টি দেশের মধ্যে বাংলাদেশ একটি। তবে ভারত বর্তমানে এ তালিকার বাইরে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ কার্যালয় এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
উল্লেখ্য, টানা তিন বছর দক্ষিণ-পূর্ব এশিয়ায় পোলিও আক্রান্তের খবর পাওয়া যায়নি। নিয়ম অনুযায়ী কোনো অঞ্চলকে পোলিওমুক্ত ঘোষণা করতে ওই অঞ্চলকে তিন বছর পোলিওমুক্ত থাকতে হবে। এর আগে প্রায় তিন বছর পোলিওমুক্ত থাকার পর ভারতে ২০১১ সালের ১৩ জানুয়ারি নতুন একজন রোগী শনাক্ত হয়। ফলে এই অঞ্চলকে আরো তিন বছর পর্যবেক্ষণে রাখা হবে।
আজ দিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বাংলাদেশের স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।