বর্বর ইসরাইলের সমর্থনে ভারতে সবচেয়ে বড় বিক্ষোভ

0

87825_1কলকাতা: ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে যেখানে খোদ ওই দেশটির শান্তিপ্রিয় ইহুদিরাই সোচ্চার, সেখানে এই বর্বরতার পক্ষে সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে ভারতের কলকাতায়। ইসরাইলের সমর্থনে গত ১৬ আগস্ট প্রায় ২০ হাজার উগ্রপন্থী হিন্দু কলকাতার রাজপথে সংহতি জানিয়ে মিছিল সমাবেশ করে।
আয়োজকদের বরাত দিয়ে টাইমস অব ইসরাইল জানায়, এটি ইসরাইলের প্রতি সংহতি জানিয়ে গত কয়েক বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় জনসমাবেশ ছিল। এ সময় উগ্রপন্থী হিন্দুরা ইসরাইলি বর্বরতার প্রতি সমর্থন জানিয়ে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড ব্যবহার করে। হামাসের বিরুদ্ধে দখলদার ইসরাইলের কথিত আত্মরক্ষার অধিকার আছে বলেও এতে বক্তব্য দেন হিন্দু মৌলবাদী নেতারা।

আয়োজক তপন ঘোষ বলেন, ‘গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত এবং ইসরাইলের চূড়ান্ত অর্জন একই সূত্রে গাঁথা। আমরা উভয়ই একই মূল্যবোধের ধারক।’তিনি দাবি করেন, ‘ভারত এবং ইসরাইল দুদেশই কঠিন প্রতিবেশী দ্বারা পরিবেষ্টিত।’ প্ল্যাকার্ড দুলিয়ে ঘোষের বক্তব্যের প্রতি সমর্থন জানায় উপস্থিত হিন্দুরা। প্ল্যাকার্ডে লেখা ছিল- ‘নিজেদের অস্তিত্ব রক্ষার অধিকার হিন্দু এবং ইহুদিদের রয়েছে/হিন্দু এবং ইহুদিরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ।’

টাইমস অব ইসরাইল প্রতিবেদনে দাবি করে, ‘সমাবেশে হিন্দুদের পাশপাশি শিখ ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিরাও বক্তব্য রাখেন। প্রতিবেশী বাংলাদেশে মুসলিমদের দাঙ্গায় আক্রান্ত বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনও এতে অংশ নেয়।’

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More