ভারতের আধিপত্যবাদে ক্ষেপে গেছে চীনঃ ভাইস মিনিস্টার আসছেন

0

nsaনির্বাচনকে ঘিরে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতার মধ্যে এবার হাসিনাকে একতরফা নির্বাচন থেকে বিরত থাকতে লাস্ট ওয়ার্নিং দিতেই ঢাকা সফরে আসছেন চীনের পররাষ্ট্রবিষয়ক ভাইস মিনিস্টার লিউ চেন মিন। আগামী ২৬শে ডিসেম্বর দ্বিপক্ষীয় সফরে আসছেন তিনি। বাংলাদেশের উন্নয়ন অংশীদার চীনের ভাইস মিনিস্টার এমন একদিনে ঢাকা আসছেন কাকতালীয়ভাবে ওই দিনেই নির্বাচনী মাঠে নামছে সেনাবাহিনী। যদিও বিরোধী ১৮ দলীয় জোট নির্বাচনটি বর্জন ও প্রতিহতের ঘোষণা দিয়েছে। একাধিক কূটনৈতিক সূত্র মতে, তার দ্বিপক্ষীয় বৈঠকটি হবে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে। দু’দিন তিনি বাংলাদেশে থাকছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলের নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি’র সঙ্গে সাক্ষাৎসহ রাজনৈতিক পর্যায়ে অনেক গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি। এরই মধ্যে ঢাকাস্থ চীনা দূতাবাস বৈঠকগুলোর সম্ভাব্য সময় ও স্থান নির্ধারণে কাজ শুরু করেছে। ওই সফর প্রস্তুতির সঙ্গে যুক্ত এমন একজন আলাপে বলেন, সফরটি দ্বিপক্ষীয়, তবে এর মধ্য দিয়ে এক ধরনের ‘রাজনৈতিক বার্তা’ আদান-প্রদান হবে, হাসিনাকে একতরফা নির্বাচন থেকে বিরত থাকতে লাস্ট ওয়ার্নিং দিতেই তা করা হবে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক নয়া সহকারী মন্ত্রী নিশা দেশাই বিসওয়াল এবং প্রতিবেশী ভারতের নয়া পররাষ্ট্র সচিব সুজাতা সিং এরই মধ্যে ঢাকা সফর করেছেন। তাদের সফরের রেশ কাটতে না কাটতেই আরেক প্রতিবেশী চীনের ভাইস মিনিস্টারের ঢাকা আগমনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। হাসিনাকে একতরফা নির্বাচন থেকে বিরত থাকতে লাস্ট ওয়ার্নিং দিতেই আসছেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More