১৬ মাসে খুন ২৬৬, গুম ২৫: বিএনপি

0

bnp_logo_51958সারাদেশে খুন ও গুমের প্রতিবেদন প্রকাশ করেছে বিএনপি। বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই তথ্য প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, কমিটি গঠন করে নির্বাচনের আগে ও পরে সারাদেশে খুন ও গুমের ঠিকানাসহ তথ্য সংগ্রহ করা হয়েছে দলের পক্ষ থেকে ।
প্রতিবেদন অনুযায়ী, গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ৮০ জন নিহত হয়েছে। ১ আগস্ট থেকে ৫ জানুয়ারি (২০১৩) পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে খুন হয়েছে ১৩২ জন ও গুম হয়েছে ১৯ জন। ৬ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি (২০১৪) আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে খুন ৩৫ জন ও গুম হয়েছে ৬ জন। এছাড়া গত তিন মাসে ১৯ জনকে খুন করা হয়েছে। এনিয়ে গত ১৬ মাসে খুন হয়েছে ২৪৭ জন ও গুম হয়েছে ২৫ জন।
এছাড়া, ২০১১ সালে ৭৯২, ২০১২ সালে ৮৫০, ২০১৩ সালে ৮৭৯ ও গত তিন মাসে ১৯ জনকে খুন করা হয়েছে বলেও প্রতিবেদন উল্লেখ করা রয়েছে।
মির্জা ফখরুল দাবি করেন, বেশিরভাগ খুন ও গুম হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন দলের হাতে ।
তিনি বলেন, গুম ও খুন বন্ধ করতে হবে এবং যারা নিখোঁজ রয়েছে তাদেরকে ফেরত দিতে হবে। অন্যথায় এই সরকারের ক্ষমতায় থাকায় অধিকার নেই। তাদেরকে পদত্যাগ করতে হবে।
এ সময় গুম ও খুন বিষয়ক প্রতিবেদনের একটি করে সিডি গণমাধ্যম কর্মীদের হাতে তুলে দেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More