ঢাকা: ইন্টারনেটের নতুন সেনসেশন বরফ জলে গোসল। মার্ক জুকারবার্গ, বিল গেটস, মাইলি সাইরাস, ব্রিটনি স্পিয়ার্স, মিট রমনি থেকে শুরু করে বড় সব সেলিব্রেটি এই ‘ice bucket challenge’ নামের এই ভাঁড়ামিতে মজেছেন। আর তাদের দেখা দেখি অখ্যাত ও সাধারণ মানুষও হুজুগে মেতেছে। নিজেই ভিডিও করে অনলাইনে ছেড়ে দেয়া হচ্ছে এসব দৃশ্য। তবে ইন্টারনেটে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে বরফ জলে গোসল করতে গিয়ে ঘটা কিছু বিপত্তি। এমন একটি ভিডিও সংকলন ইউটিউবে পাওয়া যাচ্ছে। ভিডিওটি এ পর্যন্ত ৬৭ লাখের বেশিবার দেখা হয়েছে।