[ads1]আইএস’র অন্যতম শীর্ষ কমান্ডার ওমর শিশানির মৃত্যু নিশ্চিত করেছে সংগঠনটি। আইএসের নিউজ এজেন্সি আমাক জানায়, ইরাকের মসুলের শিরকত শহরে এক যুদ্ধে মৃত্যু হয় শিশানির। খবর বিবিসির।
তবে মার্কিন প্রতিরা দফতর পেন্টাগন জানায়, গত মার্চ মাসে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে মার্কিন বিমান হামলায় আহত হয়ে মৃত্যু হয় শিশানির।
শিশানির প্রকৃত নাম তারখান বাতিরাশভিলি, কিন্তু তিনি ওমর দ্য চেচেন নামে পরিচিত ছিলেন। আইএসের কথিত নেতা আবু বকর আল-বাগদাদির ঘনিষ্ঠ সামরিক পরামর্শক হিসেবেও ওমর শিশানি পরিচিত।[ads2]
এর আগে, মার্চে যুক্তরাষ্ট্র তাদের বিমান হামলায় ওমর শিশানির মৃত্যু হয়েছে দাবি করলেও অস্বীকার করে আমাক। তবে কয়েক মাস পরে হলেও এবার সংগঠনটির শীর্ষ নেতার মৃত্যু নিশ্চিত করলো আইএসের নিউজ এজেন্সিটি।