ওয়েব ডেস্ক: রাধে মা-র পাপের ভাঁড়ার আরও বাড়িয়ে দিলেন এক নামজাদা মডেল। এতদিন স্ব-ঘোষিত ধর্মগুরু রাধে মা-এর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল জোর কের যৌন সম্পর্কে লিপ্ত করার। অভিযোগ উঠেছিল রাধে মা নাকি গৃহবধুর নির্যাতনে প্ররোচনা দিয়েছেন। এবার সেই অভিযোগের দীর্ঘ তালিকায় বিস্ফোরক যোগ দিলেন মডেল আরশি খান। আরশির অভিযোগ, দেহব্যবসার সঙ্গে জড়িত আছেন রাধে মা।
রাধে মা নাকি সেক্সের আড়ালে তাঁর ভক্ত সংখ্যা বাড়ান। এমন খবর প্রচারিত হয়েছে। কিন্তু তা বলে মধুচক্র চালানোর মত কাজেও যে রাধে মা যুক্ত আছেন এমন বিস্ফোরক অভিযোগ তুলে চাঞ্চল্য ছড়ালেন আরশি।
সবার আগে রাধে মা খবরে এসছিলেন ছোট পোশাক পরে বলিউড গানের সুরে ধর্মীয় অনুষ্ঠানে এসে। তারপর একের পর এক অভিযোগ ওঠে রাধে মা-এর বিরুদ্ধে।
রাধে মা-র বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করেছেন অভিনেত্রী ডলি বিন্দ্রা।