অস্ট্রেলিয়ার সাবেক সেনা প্রধান অধ্যাপক পিটার লিহি বলেছেন, অস্ট্রেলিয়াকে ইসলামের বিরুদ্ধে শত বছর ব্যাপী যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। দেশে এবং বিদেশে-উভয় জায়গাতেই অস্ট্রেলিয়া ‘চরমপন্থী ইসলামের’ বিরুদ্ধে এই লড়াই চালাতে হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন লিহি। বর্তমানে ইউনিভার্সটি অব ক্যানবেরার ন্যাশনাল সিকিউরিটি ইন্সটিটিউটের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন লিহি । ডেইলি মেইলকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া এখন এই যুদ্ধের প্রাথমিক স্তরে রয়েছে এবং এটা শত বছর ব্যাপী স্থায়ী হতে পারে।’
‘আমাদের নিজেদের রক্ষার জন্য আমাদের অবশ্যই প্রস্তুত হতে হবে এবং প্রয়োজন হলে হুমকি আসার আগেই তাকে থামানোর জন্য কাজ করতে হবে। আসুন দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত হই।’
তিনি বলেন, অস্ট্রেলিয়ায় বোমা হামলার পরিকল্পনা করা হয়েছিল এবং পুলিশি চেষ্টায় তা নস্যাৎ করা সম্ভব হয়েছে।
লিহি বলেন, চরমপন্থী ইসলামপন্থীরা সিডনি অপেরা হাউজসহ বিভিন্ন স্থাপনায় হামলার জন্য উসকানি দিয়ে চলেছে।
এক্ষেত্রে ভিনেদেশি জিহাদিদের চেয়ে নিজ দেশের জিহাদিদেরই বেশি ভয় লিহির।
তার ভাষায়, শত্রুরা তাদের আইডিয়াকে ‘আমাদের লাউঞ্জ রুমে ঢেলে দিচ্ছে’।