ঘটনাটি নিয়ে অনেকের মধ্যেই কানাঘুষা ছিল, তবে ঘোষিত কোনো প্রমাণ ছিল না। এখন সে রকমই একগুচ্ছ তথ্য জনসমক্ষে তুলে ধরেছে সিঙ্গাপুরের একটি তথ্য-প্রযুক্তি সংস্থা। ফায়ার আই নামক সংস্থাটি জানিয়েছে, গত এত দশক ধরে ভারতের বিভিন্ন সামরিক অফিসার, মিলিটারি বেস, এরোস্পেস, নৌসেনা এবং উপকূলরক্ষা বিভাগের উপর গোয়েন্দাগিরি করছে চীন।
এর স্বপক্ষে জোরালো তথ্য প্রমাণ পেশ করেছে তারা। ‘APT30’ নামেই এই বিশেষ কাজ চালানো হতো। সিঙ্গাপুরে অবস্থিত সার্ভারের সাহায্যেই এই কাজ চালাত বলে জানা গিয়েছে। কিভাবে কাজটি করত তারা? সংস্থাটি জানিয়েছে, সেনা, এয়ারফোর্স এবং নৌসেনার গুরুত্বপূর্ণ অফিসার এবং বিভিন্ন সংস্থা যারা সামরিক কাজে ভারতকে সাহায্য করে, তাদের কম্পিউটারে ‘বাগ’ পাঠানো হতো। বিভিন্ন প্রলোভনমূলক মেল সেই সব ব্যক্তি বা সংস্থার অফিসে পাঠানো হতো। যদি সেই মেল খোলা হতো, তাহলেই আপনাআপনি সেই ‘বাগ’ কম্পিউটারের সিস্টেমে ঢুকে যেত।
শুধু ভারতই নয়, নেপাল এবং ভুটানের মতো প্রতিবেশী দেশগুলির উপরও একইভাবে নজর রাখে চীন। এই দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক কেমন রয়েছে, ভারত এখানে কোনো গোপন মিলিটারি বেস বানাচ্ছে কিনা, এগুলো জানতেই এমনটা করত বলে জানা গিয়েছে।