গোপন সফরঃ কী বার্তা নিয়ে হঠাৎ ইউক্রেনে বাইডেন

0

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রথম বার্ষিকীর তিনদিন আগে সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিয়েভে আকস্মিক সফর করেছেন। পোল্যান্ডের সীমান্ত থেকে ১০ ঘণ্টার রেল যাত্রায় অতি গোপনে কিয়েভে পৌঁছান বাইডেন। যুদ্ধ শুরুর মার্কিন প্রেসিডেন্টের এটাই প্রথম ইউক্রেন সফর। সফরে দেশটির রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কিকে যত সময় লাগে ঠিক ততক্ষণ পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এছাড়াও মার্কিন প্রেসিডেন্ট আরও ৫০০ মিলিয়ন ডলার মূল্যের অস্ত্রের প্রতিশ্রুতি দিয়েছেন।

যুদ্ধ শুরু হওয়ার পর বাইডেনের প্রথম ইউক্রেনে সফরটি অতি গোপনীয় ছিল। তবে সোমবার সকালে কিয়েভে তার ভিডিও ইউক্রেনীয় সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলিতে প্রদর্শিত হতে শুরু করে। এরপর হোয়াইট হাউস দ্রুত সফরের বিষয়টি নিশ্চিত করেছে। তার ওয়ারশর পাশে যাওয়ার কথা ছিল, যেখানে তিনি মঙ্গলবার একটি বক্তৃতা দেবেন এবং পোল্যান্ডের রাষ্ট্রপতি আন্দ্রেজ দুদা এবং পূর্ব ইউরোপের অন্যান্য ন্যাটো মিত্রদের নেতাদের সঙ্গে দেখা করবেন।

বাইডেন আগামী দিনে ইউক্রেনের জন্য আরও ৫০০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, যার মধ্যে রয়েছে আর্টিলারি গোলাবারুদ, জ্যাভলিন ক্ষেপণাস্ত্র এবং হাউইটজার। তবে তিনি পূর্বে একটি নতুন রাশিয়ান আক্রমণকে আটকানোর চেষ্টা করার কারণে, দূরপাল্লার অস্ত্র এবং ফাইটার জেটসহ ইউক্রেন যে উন্নত অস্ত্র চেয়েছে তার কোনও উল্লেখ করেননি।

হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার ওভাল অফিসে হডল চলাকালীন বাইডেন ইউক্রেনে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন। রাষ্ট্রপতির অত্যন্ত গোপনীয় সফরের পরিকল্পনা কয়েক মাস ধরে চলছিল, তবে হোয়াইট হাউস এবং পেন্টাগনের ভিতরেও এ ব্যাপারে সীমিত কয়েকজন জানতো।

ইউক্রেনের রাষ্ট্রপতির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান সাংবাদিকদের বলেছেন, দেশে আগ্রাসান চালানো রাশিয়ান বাহিনীর সঙ্গে ‘বিরোধ নিরসন’ করার প্রয়াসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিয়েভ সফর করবেন, ইউক্রেন সফরের কয়েক ঘণ্টা আগে এ কথা বলে হোয়াইট হাউস রাশিয়াকে সতর্ক করেছিল।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, কিয়েভে হঠাৎ করেই উপস্থিত হন বাইডেন। এখানে তিনি ঘণ্টাব্যাপী সময় কাটিয়ে এদিনই আবার ফিরে যান। কিয়েভ ত্যাগ করার পূর্বে তিনি রাশিয়ার পূর্ণ-স্কেল আক্রমণের প্রায় এক বছর ইউক্রেনকে সমর্থন করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ‘অটল অবস্থান’-এর প্রতিশ্রুতি দিয়ে যান।

বাইডেনের সফরের সময় কিয়েভজুড়ে বিমান হামলার সাইরেন বেজে উঠে। তবে কোনো হামলার ঘটনা ঘটেনি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তারপর রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সূর্যালোকে পায়চারি করেন এবং একটি যৌথ সংবাদ সম্মেলনে ইউক্রেনের জন্য অতিরিক্ত ৫০০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তার ঘোষণা করেন। এছাড়াও তিনি বলেন, কিয়েভ আমার হৃদয়ের একটি অংশ দখল করে নিয়েছে।

বাইডেনের সফরের গুরুত্ব বুঝাতে জেলেনস্কি বলেন, মার্কিন নেতার সফর ‘সমস্ত ইউক্রেনীয়দের সমর্থনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চিহ্ন’। দেশটির জেনারেল স্টাফ তাদের দৈনিক প্রতিবেদনে বলেছে, রাশিয়ার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার হুমকি ইউক্রেন জুড়ে ‘খুব বেশি’ রয়ে গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ান বাহিনী আগের দিনে ১০টি ক্ষেপণাস্ত্র ব্যারেজ এবং ২৯টি বিমান হামলার পাশাপাশি ৬৯টি এমএলআরএস হামলা চালিয়েছে।

সফরে রাশিয়ার আক্রমণ প্রতিহত করার জন্য ইউক্রেনীয়দের সাহসিকতার প্রশংসা করে বাইডেন বলেন, ‘প্রায় এক বছর আগে যখন পুতিন তার আক্রমণ শুরু করেছিলেন, তখন তিনি ভেবেছিলেন ইউক্রেন দুর্বল এবং পশ্চিম বিভক্ত ছিল। তিনি ভেবেছিলেন যে তিনি আমাদেরকে ছাড়িয়ে যেতে পারবেন। কিন্তু তিনি ভুল ছিলেন। ইউক্রেনকে যে মূল্য দিতে হয়েছে তা অস্বাভাবিকভাবে বেশি। বলিদান অনেক বেশি হয়েছে… আমরা জানি সামনে কঠিন দিন, সপ্তাহ এবং বছর আসবে।’

ইউক্রেন বলেছে, শুক্রবার তাদের বাহিনী খারকিভ, লুহানস্ক এবং দোনেৎস্ক অঞ্চলের জনবসতির কাছে রুশ হামলা প্রতিহত করেছে। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী ছয়টি রুশ ড্রোন ভূপাতিত করেছে। ইউক্রেন কৃষ্ণ সাগরে রাশিয়ার জাহাজ থেকে উৎক্ষেপণ করা চারটি কালিব্র ক্ষেপণাস্ত্রের মধ্যে দুটি ভূপাতিত করেছে বলে দেশটির বিমান বাহিনী টেলিগ্রামে জানিয়েছে।

রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের প্রধান ভাষণ দেওয়ার আগেরদিন সফরটি করেছেন বাইডেন। ভাষণে পুতিন পশ্চিমের সশস্ত্র শক্তির বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ বলে অভিহিত করার দ্বিতীয় বছরের জন্য রাশিয়ার লক্ষ্য নির্ধারণ করবেন বলে আশা করা হচ্ছে।

রাশিয়ান রাজনৈতিক বিশ্লেষক তাতিয়ানা স্ত্যানোভায়া বলেছেন, ‘অবশ্যই ক্রেমলিনের জন্য এটি আরও প্রমাণ হিসেবে দেখা হবে যে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে রাশিয়ার কৌশলগত পরাজয়ের ওপর বাজি ধরেছে এবং যুদ্ধটি নিজ থেকেই রাশিয়া ও পশ্চিমের মধ্যে যুদ্ধে পরিণত হয়েছে। আগামীকালের সম্বোধনটি পশ্চিমের সঙ্গে সম্পর্কের একটি প্রদর্শনমূলক ফাটলকে লক্ষ্য করে খুব কটূক্তি হবে বলে ধারণা করা হয়েছিল। এখন এটিকে আরও কঠোর করার জন্য অতিরিক্ত সম্পাদনা চালু করা যেতে পারে।’

ওয়াশিংটন সাম্প্রতিক দিনগুলিতে বলেছে, বেইজিং মস্কোকে অস্ত্র সরবরাহ শুরু করতে পারে, এই ভেবে তারা উদ্বিগ্ন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ‘চীনের দাবি করার কোনো অবস্থানে নেই’ এবং চীনের ‘রাশিয়ার সঙ্গে ব্যাপক সহযোগিতামূলক অংশীদারিত্ব’ দুটি স্বাধীন রাষ্ট্রের বিষয়।

রাশিয়া ইউক্রেনের দনবাস খনি এবং শিল্প অঞ্চল গঠনকারী দুটি পূর্বাঞ্চলীয় প্রদেশের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত করার চেষ্টা করছে। তারা উত্তরে ক্রেমিন্না থেকে দক্ষিণে ভুলেদার পর্যন্ত চলমান অবস্থানগুলিতে আক্রমণ শুরু করেছে, বাখমুত খনির শহর ঘিরে তার সাম্প্রতিক লাভের বেশিরভাগই সুরক্ষিত করেছে।

অপরদিকে আক্রমণকারী রাশিয়ান বাহিনীর ওপর বিপুল ক্ষয়ক্ষতি ঘটাচ্ছে বলে দাবি করছে কিয়েভ।

জেলেনস্কি তার রাতের ভিডিও ভাষণে বলেছেন, ‘আমরা আক্রমণকারীদের ভেঙ্গে ফেলছি এবং অসাধারণভাবে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি করছি রাশিয়ার। তারা সেখানে যত বেশি ক্ষতির সম্মুখীন হবে, দনবাসে- বাখমুত, ভুলেদার, মারিঙ্কা, ক্রেমিন্না -তত দ্রুত আমরা বিজয়ের সঙ্গে এই যুদ্ধ শেষ করতে সক্ষম হব।’

ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাশিয়া বিপুল ক্ষয়ক্ষতি নিচ্ছে, যার মধ্যে হাজার হাজার মেরিনের দুটি অভিজাত ব্রিগেড সম্ভবত ইউক্রেনের একটি ভারী সুরক্ষিত ঘাঁটি ভুলেদারে আক্রমণ করার ব্যর্থ প্রচেষ্টায় ‘যুদ্ধ অকার্যকর’ হয়ে পড়েছে।

এই বছরের শুরু থেকে পশ্চিমারা শত শত ট্যাংক এবং সাঁজোয়া যানসহ ইউক্রেনের জন্য অনেক বেশি সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। কিয়েভ আরও অনেক কিছু চায়, যার মধ্যে রয়েছে দূরপাল্লার রকেট এবং যুদ্ধ বিমান, উভয়ই রাশিয়ার গভীরে আঘাত হানতে সক্ষম অস্ত্র সরবরাহের বিরুদ্ধে একটি নিষেধাজ্ঞা ভঙ্গ করবে।

ইউক্রেন জোর দিয়ে বলেছে, পশ্চিমা দেশগুলো জেট পাঠানোর দ্বারপ্রান্তে রয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী অলেক্সি রেজনিকভ টেলিভিশনে বলেছেন, ‘প্রশ্ন হল সিদ্ধান্ত কখন ঘোষণা করা হবে। গুরুত্বপূর্ণ প্রশ্ন হ’ল হস্তান্তর করার জন্য কতগুলি বিমান পাওয়া যায় এবং সেগুলিতে কী ধরণের অস্ত্র থাকবে।’

ঢাকাটাইমস

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More