চীনের তিয়ানজিন বন্দরে ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ২১ দমকল কর্মী রয়েছেন। শনিবার নগরীর উত্তরাঞ্চলীয় ডেপুটি প্রধান এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
বুধবার রাতে তিয়ানজিন বন্দরের কাছে একটি রাসায়নিক গুদামে শক্তিশালী জোড়া বিস্ফোরণ ঘটে। এতে সাত শতাধিক মানুষ আহত হয়েছেন। এদের মধ্যে ৭১ জনের অবস্থা সঙ্কটাপন্ন। তাই নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।