[ads1]ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছেন, ‘বাস্তিল দিবস উদযাপনকালে নিস শহরে হামলায় আহতদের মধ্যে ৫০ জনের অবস্থা সংকটাপন্ন।’ তিনি আরও বলেন, তারা ‘জীবন এবং মৃত্যুর সন্ধিক্ষণে’ রয়েছেন। শুক্রবার ওই হামলার ঘটনায় দেয়া এক ভাষণে তিনি এই তথ্য তুলে ধরেন বলেন।
বৃহস্পতিবার নিস শহরে শতশত মানুষের ওপর দিয়ে একটি লরি প্রায় ২ কি.মি. চালিয়ে দিলে ১০ জনের বেশি শিশুসহ কমপক্ষে ৮৪ জন নিহত হয়। আহত হয় শতাধিক।
প্রেসিডেন্ট ওঁলাদ এখন নিসে অবস্থান করছেন। তিনি বলেছেন, ‘এই আক্রমণ একটি অনস্বীকার্য সন্ত্রাসবাদী আচরণ।’ তিনি আরও বলেন, ফ্রান্সে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ আরও দীর্ঘয়ীত হবে যতক্ষণ পর্যন্ত না শত্রুরা বিনাশ হবে।
প্রেসিডেন্ট ওঁলাদ বলেন, ‘আমরা অচিরেই এই দুর্ভোগ কাটিয়ে উঠবো কারণ আমরা একটি ঐক্যবদ্ধ ফ্রান্সের নাগরিক।’ [ads2]
Next Post