[ads1]পাকিস্তানে যুক্তরাষ্ট্রের চালক বিহীন বিমান (ড্রোন) হামলায় আফগান তালেবানের শীর্ষ নেতা মোল্লা আখতার মনসুর নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন আফগানিস্তান সরকারের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আবদুল্লাহ।
এছাড়া দেশটির গোয়েন্দা সংস্থাও এ খবর নিশ্চিত করেছে। রবিবার যুক্তরাষ্ট্র আফগান সীমান্ত সংলগ্ন পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চলে ড্রোন হামলায় মোল্লা আখতার মনসুর নিহত হয়ে থাকতে পারেন বলে খবর দিয়েছিল।
[ads2]এক টুইটে এ খবর নিশ্চিত করে আবদুল্লাহ বলেছেন, ‘তালেবান নেতা আখতার মনসুর গতকাল বিকাল সাড়ে চারটায় পাকিস্তানের কোয়েটায় ড্রোন হামলায় নিহত হয়েছেন। তার গাড়ি দাল বান্দিনে হামলার শিকার হয়েছে।’
ওদিকে, আফগানিস্তানের প্রধান গোয়েন্দা সংস্থা ‘দ্য আফগান ন্যাশনাল সিকিউরিটি ডাইরেক্টরেট’ (এনডিএস) রোববার জানিয়েছে, মনসুর বেলুচিস্তান প্রদেশের দাল বান্দিন এলাকায় নিহত হয়েছেন। তালেবান এই নেতার মৃত্যুর এটিই প্রথম আনুষ্ঠানিক নিশ্চিত খবর।
তবে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ কিংবা তালেবান এখনও মনসুরের মৃত্যুর খবর নিশ্চিত করেনি। বিবিসি[ads1]