
বিবিসি ভারপ্রাপ্ত সেনাপ্রধানের বরাত দিয়ে জানিয়েছে, এই ঘটনায় এখন পর্যন্ত ১৫৬৩ জন বিদ্রোহী সৈন্যকে আটক করা হয়েছে।
এদিকে প্রেসিডেন্ট তার বক্তব্যে বলেছেন, জনগণের ভোটে ক্ষমতায় থাকা সরকার ও ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট এখনও ক্ষমতায় আছে।
এএফপি তুরস্কের প্রধানমন্ত্রীর বরাত দিয়ে জানিয়েছে, প্রেসিডেন্ট এ ঘটনার পর নতুন ভারপ্রাপ্ত চীফ অফ স্টাফ নিয়োগ দিয়েছে।
[ads2]
তুরস্কের গুরুত্বপূর্ণ বেশ কিছু স্থানে এখনও থেমে থেমে গোলাগুলি চলছে বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যম। অসমর্থিত একটি সূত্র জানায়, দেশটির প্রেসিডেন্টের বাস ভবনেও হামলা চালানো হয়েছে। এ সময় বিদ্রোহী সেনা সদস্যদের ট্যাঙ্ক আক্রমণকে রুখতে সেখানে এফ-১৬ বিমান দিয়ে হামলা চালানো হয়। বিবিসি ও আল-জাজিরা।