দ্বিতীয় ধাপে প্রকাশ করা হবে নেতাজির ২৫ গোপন ফাইল

0

netajiভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী নেতা সুভাষচন্দ্র বসু সংক্রান্ত আরও ২৫টি গোপন ফাইল প্রকাশ করবে ভারত সরকার। ভারতের সংস্কৃতিমন্ত্রী মহেশ শর্মা এমন তথ্যই দিয়েছেন। দ্বিতীয় দফায় ওই ফাইল এ মাসের ২৩ তারিখ প্রকাশ করা হবে। টাইমস অব ইন্ডিয়া।
মহেশ শর্মা বলেন, নেতাজির ২৫ গোপন ফাইল এ মাসে প্রকাশ করা হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতি মাসেই ২৫টি করেই ফাইল প্রকাশ করব।
সাম্প্রতিক সময়ে সরকারের পক্ষ থেকেও বলা হয়েছিল, ন্যাশনাল আর্কাইভ অব ইন্ডিয়া (এনএআই) প্রতি মাসেই নেতাজি সংক্রান্ত ডিজিটাল ফাইল সরবরাহ করবে। ২৩ জানুয়ারি নেতাজির ১১৯তম জন্মবার্ষিকীতে তার সংক্রান্ত ১০০টি নথি প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সে হিসাবে নেতাজি সংক্রান্ত গোপন ফাইল আগামী ২৩ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে।
ভারত সরকারের কাছে থাকা নেতাজি সংক্রান্ত গোপন নথিপত্র প্রকাশ্যে আনা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি। গত সেপ্টেম্বরে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ সরকারের কাছে থাকা ৬৪টি গোপন ফাইল প্রকাশ করে দেন। তখন থেকেই নেতাজিকে নিয়ে কেন্দ্রের কাছে থাকা গোপন ফাইলগুলো প্রকাশ্যে আনতে মোদি সরকারের ওপর চাপ বাড়তে থাকে।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More