নিজস্ব সোনার মুদ্রার প্রচলন করল আইএস

0
IS-goldনিজস্ব সোনার মুদ্রার প্রচলন করেছে ইসলামিক স্টেট (আইএস)। সোনার মুদ্রা ছাড়াও রূপা ও তামার মুদ্রা প্রচলনেরও দাবি করেছে আইএস। অনলাইনে এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে জঙ্গি সংগঠনটি। ভিডিওতে সংগঠনটি জানিয়েছে, ২১-ক্যারেটের একটি এক দিনার সোনার কয়েনের ওজন ৪ দশমিক ২৫ গ্রাম। সোনার প্রচলিত দর অনুযায়ী আইএসের এক দিনারের এই মুদ্রার দাম ১৩৯ ডলার (১১ হাজার টাকা প্রায়)। কাগজের মুদ্রার সঙ্গে তুলনা করতে গিয়ে আইএস দাবি করেছে, তাদের এ মুদ্রার মান কখনোই নিম্নমুখী হবে না। ভিডিওতে দেখা যায়, আরবী ও ইংরেজিতে পারদর্শী একজন আইএস জঙ্গি মসুলের অধিবাসীদের সোনার মুদ্রাটি দেখাচ্ছে। মসুল দখলের এক বছরেরও বেশি সময় পর মুদ্রা প্রচলনের ঘোষণা আসলো আইএসের পক্ষ থেকে। ২০১৪ সালের জুন মাসে শহরটি দখল করে নেয় জঙ্গি সংগঠনটি। ধারণা করা হয়, দখলের পর এখানকার ব্যাংক থেকে ২৫৬ মিলিয়ন ডলার (১ হাজার ৯৯৩ কোটি টাকা) মূল্যমানের সোনা ও অর্থ লুটে নিয়েছে আইএস।
Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More