আসছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই এশিয়ান হাইওয়ের নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার সকালে কক্সবাজারের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, কক্সবাজারের উখিয়ার ঘুমধুম থেকে কাজ শুরু হবে। এ সড়ক নির্মাণে ব্যয় হবে ৮৪ কোটি ৪৪ লাখ টাকা। প্রকল্প বাস্তবায়ন করবে সেনাবাহিনী।
ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিদেশি শক্তির চাপে মাথা নত করার মতো নেত্রী নয়। এর প্রমাণ অতীতে বহুবার দিয়েছেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, বিএনপি যখন থেকে পেট্রোল বোমা সন্ত্রাস শুরু করেছে, তখন থেকে তাদের রাজনীতি চোরাবালিতে আটকে গেছে। সংলাপের জন্য দুই পক্ষকেই সমান হতে হয়। বিএনপি সেই আগের মতো শক্তিশালী নেই, যে তাদের সঙ্গে সংলাপ হবে।