[ads1]রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলায় ৭ জাপানি নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশ থেকে কার্যক্রম গুটিয়ে নিতে পারে জাপানের আন্তর্জাতিক সহযোগী সংস্থা (জাইকা)।
ওয়াল স্ট্রিট জার্নালের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশে পানি ও স্যানিটেশন উন্নয়ন, রেলওয়ে, সড়ক, সেতুসহ বেশ কয়েকটির প্রকল্পের সঙ্গে জড়িত রয়েছে এ উন্নয়ন সহযোগী সংস্থাটি।[ads2]
[ads1]জাইকার একটি মুখপাত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, সাম্প্রতিক এ হত্যাকাণ্ডের পর সংস্থাটি বাংলাদেশ থেকে কার্যক্রম গুটিয়ে নেওয়ার চিন্তা করছে।
আজ সোমবার প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়, নিহত ৭ জাপানির মধ্যে ৩ প্রকৌশলী ছিলেন ওরিয়েন্টাল কনসালটেশন গ্লোবাল কোং এর পাঠানো। আর একজন ছিলেন কাটাহিরা অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ইন্টারন্যাশনালের পাঠানো। উভয় প্রতিষ্ঠানই টোকিওভিত্তিক।
রেস্তোরাঁ থেকে এক জাপানিকে উদ্ধার করা হয়।
জাইকার সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০১৪ সালের এপ্রিল থেকে ২০১৫ সালের মার্চ পর্যন্ত বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন সহযোগিতা প্রকল্পে ৪৭৯ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে জাপান। সর্বশেষ ঢাকার বহু প্রতীক্ষিত মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে জাইকার সঙ্গে চুক্তি করেছিল বাংলাদেশ সরকার।