লন্ডন: ২০১৫ সালের মে মাস-বৃটিশ পার্লামেন্টে নির্বাচন। নির্বাচনের এই দৌড়ে এগিয়ে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনী ও শেখ রেহেনার মেয়ে টিউলিপ সিদ্দিক। নির্বাচনে অংশ নেয়া কনজারভেটিভ দলীয় লর্ড আসক্রফ্ট পরিচালিত এক ভোটার জরিপে এ তথ্যই প্রকাশিত হয়েছে। হ্যামস্টেড ও কিলবার্ন আসন থেকে কনজারভেটিভ দলের হয়ে টিউলিপ নির্বাচনে অংশ নিয়েছেন। যদিও কেন্দ্রটি ক্ষমতাসীন কনজারভেটিভ দলের। তবুও আশাবাদী টিউলিপ। আসনটি লেবার পার্টির হাতে তুলে দিতে শেষ পর্যন্ত কঠোর শ্রম করতে রাজি টিউলিপ। নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনগুলোতে লর্ড আসক্রফ্ট একটি জরিপ চালায়। এরমধ্যে টিউলিপের আসন গ্রেটার লন্ডনের হ্যামস্টেড ও কিলবার্নও রয়েছে।
গত বুধবার আসক্রফ্টের এই প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, মোট ১ হাজার ভোটারের ওপর পরিচালিত এই জরিপে টিউলিপ ৪৮ ভাগ ভোটারের সমর্থন পেয়েছেন। আর তার প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রার্থী টোরি সায়মন মার্কাস পেয়েছেন ৩২ টি ভোট।