মুসলিম বিদ্বেষ ভয়াবহ হারে বাড়ছে ব্রিটেনে

0

muslim_student_ukএক সমীক্ষায় দেখা গেছে গত বছর অর্থাৎ ২০১৫ সালে ব্রিটেনে মুসলমানদের লক্ষ্য করে হামলা, অপদস্থ করার ঘটনা ৩২৬ শতাংশ বেড়েছে।

আর এসব হামলার প্রধান টার্গেট হচ্ছে মূলত হিজাব-বোরকা পরা মুসলিম মহিলারা।

‘টেল মামা’ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের একটি সমীক্ষা থেকে এ চিত্র পাওয়া গেছে। প্রতিষ্ঠানটি মুসলিমদের প্রতি বিদ্বেষমূলক বিভিন্ন ঘটনার ওপর চোখ রাখে।

টেল মামা’র প্রধান শহিদ মালিক জানিয়েছেন গত বছর মুসলিমদের লক্ষ্য করে ১১২৮ টি হামলা হেনস্থার ঘটনা তারা জানতে পেরেছেন।[ads1]

ব্রিটেনের ১৫টি পুলিশ ফোর্সের দেওয়া রিপোর্ট থেকে এই সমীক্ষা করা হয়েছ। শহিদ মালিক বলছেন, এসব বিদ্বেষের প্রধান শিকার হচ্ছে মুসলিম নারীরা যারা হিজাব বা নিকাব ব্যবহার করেন।

হামলার দশ শতাংশেরও বেশি ঘটছে স্কুল-কলেজে, আর হামলাগুলো করছে প্রধানত ১৩ থেকে ১৮ বছরর শ্বেতাঙ্গ কিশোর তরুণরা।

এসব বিদ্বেষমূলক বর্ণবাদী হামলার শিকার যারা হচ্ছেন তারা জানিয়েছেন, হামলার সময় আশপাশের প্রত্যক্ষদর্শীরা ঠেকানোর কোনো চেষ্টা করে না।

মুসলিম বিদ্বেষের এই চিত্র এমন সময় বের হলো যখন গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়ন থেকে এক গণভোটের পর বর্ণবাদী হামলা বেড়ে যাওয়া নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

শাহিদ মালিক মালিক সাবধান করেছেন, সরকার যদি দ্রুত এদিকে নজর না দেয়, ব্রিটেনের সংখ্যালঘু জনগোষ্ঠীর জন্য, বিশেষ করে মুসলমানদের জন্য, ঘোরতর বিপদ নেমে আসবে।

ব্রিটেনে মুসলিম জনসংখ্যা বর্তমানে ৩০ লাখের মত, এবং মুসলমানদের সংখ্যা সবচেয়ে দ্রুত হারে বাড়ছে।[ads2]

সূত্রঃ বিবিসি

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More