[ads1]সৌদি আরবে প্রথম রোজার দিন ইফতারের ঠিক আগ মুহূর্তে সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জনের প্রাণহানি হয়েছে। এদের সবাই প্রবাসী নাগরিক। সোমবার সন্ধ্যা নাগাদ রিয়াদ ও কাশিম হাইওয়েতে এ ঘটনা ঘটে।
আরব নিউজের এক খবরে জানানো হয়েছে, এ ঘটনায় আরও ৩৫ জন আহত হয়েছে। এরাও বিদেশি।
খবরে বলা হয়, রিয়াদ-কাশিমের হাইওয়েতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। বাসটিতে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। আগুনে পুড়ে যাওয়ার কারণে হতাহতদের অনেকের সনাক্ত করা যায়নি।
এদিকে গালফ নিউজের খবরে বলা হয়েছে, গাড়িটিতে মোট আরোহী ছিল ৪৫ জন। এর মধ্যে ১৫ জন নিহত হয়েছে। বাকি ৩০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া ১৪ জন গুরুতর আহত হয়েছে। বাকি ১১ জন হালকা ধরনের আঘাত পেয়েছে।
রিয়াদে কর্মরত রেড ক্রিসেন্টের এক মুখপাত্র জানান, দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধারে ওই এলাকায় জরুরিভিত্তিতে ২টি বিমান পাঠানো হয়। আহতদের বিশেষ হাসপাতালে নেওয়া হয়েছে।[ads2]