আত্মঘাতী পাঁচটি বোমা হামলায় ক্যামেরুনের উত্তরাঞ্চলের বোদো শহরে অন্ততপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬০ জন। সোমবার বেলা ১১টার দিকে এসব বোমা হামলার ঘটনা ঘটে।
দেশটির সেনাসূত্রে সিনহুয়া সংবাদমাধ্যম জানিয়েছে, পাঁচজন নারী বোদোতে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটান। এতে ওই পাঁচ আত্মঘাতীসহ ৩৫ জন নিহত ও ৬০ জন আহত হন। ওই নারীরা সবজি বহনের ঝুড়িতে বোমাগুলো লুকিয়ে রেখেছিল।
এদিকে বিবিসি জানায়, তিন হামলাকারী আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। এতে অন্ততপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। তবে এখনো পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি।
প্রসঙ্গত, ০১৩ সাল থেকে ক্যামেরুনে হামলা চালানো শুরু করেনাইজেরিয়ার ইসলামি জঙ্গি গোষ্ঠী বোকো হারাম। গোষ্ঠীটির হামলায় দেশটিতে এ পর্যন্ত হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
Prev Post