[ads1]তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেছেন, সামরিক অভ্যুত্থানচেষ্টায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ১২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া রাজধানীতে নিহত হয়েছে ৪২ জন। আনাদোলুর উদ্ধৃতি দিয়ে আল জাজিরা এ খবর জানিয়েছে।
সামরিক বাহিনীর একটি ক্ষুদ্র অংশ সরকার উৎখাতে জড়িত ছিল বলে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এবং প্রধানমন্ত্রী ইলদিরিম জানিয়েছেন।
তারা উভয়ে জানান, অভ্যুত্থানচেষ্টা সম্পূর্ণভাবে প্রতিহত করা হয়েছে। পুরো দেশ তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
তবে তুরস্কের এক সিনিয়র কর্মকর্তা রয়টার্সকে জানান, রাজধানী আঙ্কারা ও প্রধান নগরী ইস্তাম্বুলে অভ্যুত্থানকারীরা এখনো প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। তবে শিগগিরই এরও অবসান ঘটবে। [ads2]
Prev Post