ফিলিপাইনে মেয়রসহ ৪ জন নিহত

0

মেয়র উকোল তালুম্পা

আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা:  ফিলিপাইনের ম্যানিলায় নিনয় একুইনো বিমানবন্দরে আততায়ীর গুলিতে ৪ জন নিহত হয়েছে বলে সে দেশের দাপ্তরিক সূত্রে জানা গেছে। 

নিহতদের মাঝে একজন: দক্ষিণের শহর লাবাংগানের মেয়র উকোল তালুম্পা।

বিমানবন্দর ব্যবস্থাপক হোসে এঞ্জেল হোনরাডো হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শীদের একজন। তিনি জানান, আততায়ী মেয়র উকোল তালুম্পার কাছে এসে এলোপাতাড়ি গুলি চালায়। এসময় মেয়রসহ কাছাকাছি থাকা আরো ৩ জন ঘটনাস্থলেই নিহত হন। নিহতদের মাঝে রয়েছেন তালুম্পার স্ত্রী, ১ বছর বয়েসী শিশু ও ২৫ বছর বয়েসী এক তরুণ। আরও ৪ জন গুরুতর আহত হন বলে জানা গেছে।

রহস্যময় এ হত্যাকাণ্ডের পর আততায়ী মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। এসময় বিমানবন্দর এলাকা লোকে লোকারণ্য ছিল।

ফিলিপাইনের সংবাদপত্র স্টার-এর সূত্রে জানা গেছে, রাজনৈতিক প্রতিহিংসা এ হত্যাকাণ্ডের পেছনে অন্যতম কারণ হতে পারে।

স্থানীয় সংবাদমাধ্যমের সূত্রে আরও জানা গেছে, মেয়র উকোল তালুম্পা ইতোপূর্বে ২০১০ ও ২০১২ সালে যথাক্রমে অ্যামবুশ ও গ্রেনেড হামলার শিকার হন, কিন্তু সৌভাগ্যক্রমে বেঁচে যান।

ফিলিপাইন সরকার দোষী ব্যাক্তিকে দ্রুত আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে।

ম্যানিলার এ বিমানবন্দর থেকে বিভিন্ন আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালিত হয়।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More