ভারতে কুস্তিগিরদের যৌন হেনস্থার অভিযোগ

0

ভারতে কুস্তিগিরদের যৌন হেনস্থার অভিযোগের ভিত্তিতে ফেডারেশনের থেকে জবাব তলব করল কেন্দ্র। বুধবার রাতে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয় জানায়, ৭২ ঘণ্টার মধ্যে উত্তর দিতে না পারলে ফেডারেশনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অলিম্পিক্স ও কমনওয়েলথ গেমসে পদকজয়ীরাসহ যে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং সংবাদ সম্মেলন করে জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ও কোচের বিরুদ্ধে নারী কুস্তিগিরদের যৌন হেনস্থা ও ফেডারেশনের অব্যবস্থার যে অভিযোগ তুলেছেন, তার পরিপ্রেক্ষিতে ৭২ ঘণ্টার মধ্যে ফেডারেশনকে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।’

এতে আরও বলা হয়, ‘৭২ ঘণ্টার মধ্যে যদি জবাব দিতে না পারে, তাহলে ২০১১ সালের জাতীয় ক্রীড়া উন্নয়ন বিধি মোতাবেক ফেডারেশনের বিরুদ্ধে পদক্ষেপ নেবে মন্ত্রণালয়।’

ফেডারেশনের বিরুদ্ধে সরব কুস্তিগিররা

বুধবার কুস্তি ফেডারেশনের বিরুদ্ধে দিল্লির যন্তর-মন্তরে প্রতিবাদ কর্মসূচি শুরু করেন অলিম্পিক্সে পদকজয়ী বজরং পুনিয়া, বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদক বিজয়ী ভিনেশ ফোগাট, সাক্ষী মালিক, সবিতা মোর, সুমিত মালিকের মতো ভারতের প্রথমসারির কুস্তিগিররা। ফেডারেশনের সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মূলত অভিযোগ তোলেন তারা।

এরই মধ্যে সংবাদ সম্মেলনে ২৮ বছরের ভিনেশ অভিযোগ করেন, বছরের পর বছর ধরে নারী কুস্তিগিরদের যৌন হেনস্থা করে আসছেন কুস্তি ফেডারেশনের সভাপতি। লখনউয়ে জাতীয় শিবিরের একাধিক কোচও নারী কুস্তিগিরদের হেনস্থা করে আসছেন বলে অভিযোগ তোলেন ভিনেশ। তবে ভিনেশ জানান, তিনি কখনও ব্যক্তিগতভাবে সেই অভিজ্ঞতার সম্মুখীন না হলেও ধরনায় যোগ দেওয়া ‘একজন’-কে সেই পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল।

ভিনেশ (যিনি টোকিয়ো অলিম্পিক্স থেকে ফেডারেশনের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন) আরও জানান, বিষয়টি নিয়ে মাসতিনেক আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন। সঙ্গে ছিলেন বজরং। যিনি সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, ‘আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম। উনি আমাদের আশ্বাস দিয়ে বলেছিলেন যে আমরা সুবিচার পাব।’

যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন কুস্তি ফেডারেশনের সভাপতি।

সূত্র : হিন্দুস্তান টাইমস

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More