খুলনায় একটি মাদ্রাসায় অভিযান চালিয়ে মহানগর শিবির সভাপতি মিম মিরাজ হুসাইনসহ ১১৯ জন জামায়াত-শিবিরের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নগরীর বসুপাড়াস্থ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা থেকে তাদের আটক করে পুলিশ। এসময় মাদ্রাসা থেকে ৯১টি জিহাদী বই উদ্ধারের দাবি করেছে পুলিশ। আটকদের মধ্যে অধিকাংশই মাদ্রাসার ছাত্র ও শিক্ষক।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ বলেন, মাদ্রাসার একটি কক্ষে গোপন বৈঠক করছিল শিবিরের নেতারা এ খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। আটকদের মধ্যে খুলনা মহানগর ছাত্রশিবির সভাপতি মিম মিরাজ হুসাইন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. শাহাদাত হোসেন এবং জামায়াত নেতা মাওলানা মুনিরুজ্জামানও রয়েছেন। থানায় নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।